শিগগিরই প্রয়োগ শুরু : আরো ৭ লাখ ৮১ হাজার টিকা এলো জাপান থেকে

আগের সংবাদ

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ২ : সশস্ত্র আরসা ও আরএসও আধিপত্যের দ্বন্দ্ব প্রকাশ্যে

পরের সংবাদ

মেয়র আতিক : করোনা মহামারির মধ্যে তৈরি হয়েছে ডেঙ্গুর চ্যালেঞ্জ

প্রকাশিত: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : করোনা ভাইরাস মহামারির মধ্যেই ডেঙ্গু প্রকোপ বাড়তে থাকায় চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। গতকাল রবিবার উত্তরা এলাকায় প্রচার চালাতে গিয়ে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, এই চ্যালেঞ্জে আমরা খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি।
আইইডিসিআর ও সিডিসির তথ্যের বরাত দিয়ে মেয়র আতিক বলেন, চলতি মাসে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়বে। এজন্য আমরা এডিস মশার উৎস নির্মূলে অভিযান শুরু করেছি। তিনি বলেন, নির্মাণাধীন বাসাবাড়ি এবং বহুতল ভবনে এডিস মশার লার্ভা বেশি পাওয়া যাচ্ছে। সে কারণে এসব দিকে বেশি নজর দেয়া হচ্ছে। মেয়র আতিক বলেন, আমাদের বাধ্য করবেন না সাইটে গিয়ে জেল-জরিমানা করতে। যখন আমরা গিয়ে লার্ভা পাব, অবশ্যই আমাদের ম্যাজিস্ট্রেটরা তাদের আইনের আওতায় আনবেন। ঢাকা উত্তরের ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা এ সময় মেয়রের সঙ্গে ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়