শিগগিরই প্রয়োগ শুরু : আরো ৭ লাখ ৮১ হাজার টিকা এলো জাপান থেকে

আগের সংবাদ

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ২ : সশস্ত্র আরসা ও আরএসও আধিপত্যের দ্বন্দ্ব প্রকাশ্যে

পরের সংবাদ

গবেষণাপ্রাপ্ত তথ্য : করোনায় মৃতদের ৭৫ শতাংশের শ্বাসকষ্ট ছিল

প্রকাশিত: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালে চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজারে মারা যাওয়া ৭৫ শতাংশ রোগীর শ্বাসকষ্ট ছিল বলে এক গবেষণায় উঠে এসেছে। গত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন জেলায় মারা যাওয়া ২২২ রোগীর উপসর্গ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষকরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ জয়ের নেতৃত্বে ‘ভারবাল ওটোপসি অব ডেথস অ্যামাং কনফার্মড কোভিড-১৯ কেইসেস’ শীর্ষক গবেষণা পরিচালনা করেন চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজারের ১৪ জন গবেষক। গবেষক দল জানায়, চট্টগ্রামের ৭৭, কুমিল্লার ৯৬ ও কক্সবাজারের ৪৯ রোগীর পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য-উপাত্ত নিয়ে গবেষণাটি করা হয়।
তথ্য নেয়া ১৬৬ জন পুরুষ ও ৫৬ জন নারীর মধ্যে ৬৩ শতাংশ পঞ্চাশোর্ধ্ব ছিলেন। জ্বরের পাশাপাশি শ্বাসকষ্ট এবং হাসপাতালে নিতে দেরি হওয়ায় অনেকের মৃত্যু হয় বলে জানান তারা। গবেষণাপত্রটি চলতি বছরের ২৫ জুন একটি আন্তর্জাতিক সেমিনারের জন্য নির্বাচিত হয়। ইন্টারেকটিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (আইপিডিআই) আয়োজিত ওই অনলাইন সেমিনারে তাদের গবেষণাপত্রটি সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।
গবেষক দলের সদস্যরা জানান, যে ২২২ রোগীর তথ্য নিয়ে গবেষণা কাজটি হয়েছে, তাদের মধ্যে ৮১ শতাংশেরই (১৮০ জন) জ্বর ছিল। শ্বাসকষ্টের জটিলতা ছিল ১৬৬ জনের (৭৫ শতাংশ)। এছাড়া কাশি ৫৫ শতাংশের, উচ্চরক্তচাপ ৩২.৪ শতাংশের এবং ডায়াবেটিস ছিল ৪৯ শতাংশের। অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসা পান ৭৮ শতাংশ (১৭৩ জন) রোগী। তাদের মধ্যে ২৪ জনকে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলার মাধ্যমে উচ্চমাত্রায় অক্সিজেন দেয়া হয়। বাসায় চিকিৎসা নেয়ার কারণে ১৯.৪ শতাংশ (৪৩ জন) রোগী কোনো অক্সিজেন পাননি। মৃতদের ৪৯ শতাংশ (১০৯ জন) এজিথ্রোমাইসিন এবং ৪৭.৩ শতাংশ (১০৫ জন) ইনজেক্টেবল এন্টিবায়োটিক পান। রক্ত পাতলা করার জন্য হেপারিনজাতীয় ওষুধ পেয়েছিলেন ৩০.৩ শতাংশ (৬৭ জন)।
গবেষণায় অংশ নেয়া চিকিৎসকরা হলেন চমেক মেডিসিন বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ জয়, কুমিল্লা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বেলালুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, চমেকের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এনশাদ একরাম উল্লাহ, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, সহকারী অধ্যাপক রবিউল আলম, সহকারী অধ্যাপক মির্জা নুরুল করিম। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, চমেকের ডা. মেরিনা আর্জুমান্ড, আইসিইউ বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আব্দুর রহমান চৌধুরী, চমেকের ডা. গালিব বিন মোস্তফা, ডা. অর্পি দাশ ও ডা. অরিন্দম সিং পুলক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়