হেফাজতের সহিংসতা : এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার

আগের সংবাদ

বোল্টের সিংহাসনে বসলেন জ্যাকবস

পরের সংবাদ

নিষিদ্ধ হচ্ছে সুগার ডেডি অ্যাপ

প্রকাশিত: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নোংরামী ছড়ানো অসামাজিক সম্পর্ক তৈরির অ্যাপগুলো নিষিদ্ধ হতে যাচ্ছে গুগলের প্লে স্টোর থেকে। গুগল জানিয়েছে, আজ থেকে ‘সুগার ডেডি’ ও এ ধরনের রিলেশনশিপ অ্যাপগুলো নিষিদ্ধ হচ্ছে প্লে স্টোরে। এসব অ্যাপের মাধ্যমে ধন্যাঢ্য বয়স্ক ব্যক্তিরা তাদের পছন্দসই কম বয়সী সঙ্গী খুঁজে নিতেন অর্থের বিনিময়ে। এর আগে গত এপ্রিলে, এ ধরনের অ্যাপগুলো ব্যবহারকারীদের কী ধরনের তথ্য অ্যাপের ম্যাধমে সংগ্রহ করে, তার সঠিক তথ্য গুগলকে জানানোর শর্ত দেয়া হয়। প্লে স্টোরে সুগার ডেডি পরিচিতির বহু অ্যাপ আছে যেগুলো লাখ লাখ ব্যবহারকারী ইনস্টল করেছেন। আবার এসব অ্যাপের এমনও অনেক অ্যাপ আছে, যেগুলো মূলত সুগার ডেডির নাম করে মূলত যৌন ব্যবসা চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়