হেফাজতের সহিংসতা : এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার

আগের সংবাদ

বোল্টের সিংহাসনে বসলেন জ্যাকবস

পরের সংবাদ

ঘরে ঘরে এখন স্মার্টটিভি

প্রকাশিত: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গত বছর শেষে বিশ্বে প্রায় ৬৬ কোটি ৫০ লাখের ঘরে পৌঁছে গেছে স্মার্টটিভি। বৈশ্বিক খানা বা গৃহস্থালির প্রায় ৩৪ শতাংশ এখন স্মার্টটিভি দেখছে। ২০২৬ সাল নাগাদ ৫১ শতাংশ পরিবার বা ১১০ কোটি পরিবার স্মার্টটিভি দেখবে। স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের সা¤প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। স্ট্র্যাটেজি অ্যানালিটিকস বলছে, ২০২০ সালে স্মার্টটিভি বিক্রির হার ৭ দশমিক ৪ শতাংশ বেড়ে ১৮ কোটি ৬০ লাখ ইউনিটে দাঁড়িয়েছে, যা মোট বিক্রিত ফ্ল্যাট টিভি প্যানেলের ৭৯ শতাংশ। বার্ষিক বিক্রির দিক থেকে টানা নয় বছরের মতো শীর্ষ অবস্থান ধরে রেখেছে স্যামসাং। অন্যদিকে এলজিকে ছাড়িয়ে প্রথমবারের মতো দ্বিতীয় স্থান দখল করেছে টিসিএল। কানেক্টেড হোম ডিভাইসেসের সিনিয়র অ্যানালিস্ট এদুয়া বুফেনি বলেন, বর্তমান সময়ে যে পরিমাণ ফ্ল্যাট টিভি বিক্রি হয় তার মধ্যে স্মার্টটিভি সবার পছন্দের শীর্ষে। সেসঙ্গে গৃহস্থালি ইলেকট্রনিকস পণ্যের ক্ষেত্রে স্মার্টটিভির বাজার ও চাহিদা আরো বাড়বে। কারণ গ্রাহকরা তাদের পুরনো টিভি বদলে নতুন স্মার্টটিভি ঘরে তুলছে। তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান তাদের নিজেদের প্লাটফর্ম পরিচালনার খরচ বাঁচাতে গুগলের অ্যান্ড্রয়েড টিভি ও রকুর সঙ্গে যুক্ত হলেও স্যামসাং, ভিজিও, এলজিসহ অন্যান্য অনেক প্রতিষ্ঠান নিজস্ব প্লাটফর্মেই চলছে। একই সঙ্গে ক্রমবর্ধমান কানেক্টেড টিভি বিজ্ঞাপনে ভাগ বসানোর চেষ্টা করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়