ইয়েস, বাট নট নাউ

আগের সংবাদ

যে কারণে বাড়ছে ইসলামী ব্যাংকিং

পরের সংবাদ

ভরাডুবির পর অজিদের ওয়ানডে সিরিজ জয়

প্রকাশিত: জুলাই ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : বড় তারকাদের ছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতে ভরাডুবি হয়েছে অস্ট্রেলিয়ার। পাঁচ ম্যাচের সিরিজে একটুর জন্য হোয়াইটওয়াশ এড়িয়ে সফরকারীরা হেরেছে ৪-১ ব্যবধানে। টি-টোয়েন্টিতে বিধ্বস্ত হওয়ার পর উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে অজি শিবির। প্রথম ম্যাচে জয় এবং দ্বিতীয় ম্যাচে হারের পর গতকাল তৃতীয় ম্যাচে ৬ উইকেটে জিতেছে জাস্টিন ল্যাঙ্গারের শিষ্যরা। স্বাগতিকদের ১৫২ রানের জবাবে ৩১তম ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে অবতরণ করে অস্ট্রেলিয়া। বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ১৯ রান করে ম্যাচ সেরা হয়েছেন অ্যাস্টন আগার। ৩ ম্যাচে ১১ উইকেট নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হন মিচেল স্টার্ক।
এ জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ ওয়ানডে সিরিজের মধ্য অস্ট্রেলিয়া জিতেছে ৬টিতে। উইন্ডিজের জয় ২টি সিরিজে। ড্র হয়েছে তিনটি সিরিজ। ম্যাচের হিসাবে অস্ট্রেলিয়ার জয়-পরাজয়ের সংখ্যা ৭৬ ও ৬১। ১৪৩ ম্যাচের মধ্যে ৩টি ম্যাচে কোনো ফল হয়নি, টাইও হয়েছে সমানসংখ্যক ম্যাচ।
বারবাডোজের কেনিংস্টন ওভালে ১৫৩ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই দুই উইকেট চাপে পড়ে অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারে ও মিচেল মার্শের ব্যাটে ঘুরে দাঁড়ানোর পর ম্যাথু ওয়েডের হাফসেঞ্চুরিতে ১১৭ বল বাকি থাকতেই ৬ উইকেটের বড় জয় নিশ্চিত করে সফরকারী দল। ৫২ বলে সর্বোচ্চ ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েড। তার সঙ্গে ৩৩ বলে ১৯ রান নিয়ে অপরাজিত ছিলেন অ্যাস্টন অ্যাগার। এ ছাড়া ক্যারে ৩৫ ও মার্শ করেন ২৯ রান। উইন্ডিজের হয়ে একটি করে উইকেট পান শেল্ডন কট্রেল, আকিল হোসেন, আলজারি জোসেফ ও হেইডেন ওয়ালশ।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে অজি পেস তোপের সঙ্গে মায়াবি ঘূর্ণির জাদুতে ১৫২ রানের বেশি করতে পারেনি স্বাগতিক শিবির। ওপেনিংয়ে নামা এভিন লুইস ৫৫ রান করে অপরাজিত থাকা সত্ত্বেও দলের রান বাড়েনি। অপরপ্রান্তে সতীর্থরা ব্যস্ত ছিলেন আসা যাওয়ার মিছিলে। কোনো ব্যাটসম্যানই ২০ রানের ঘর পেরোতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ড্যারেন ব্র্যাভোর রান ১৮। অজিদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ২টি করে উইকেট নেন জস হ্যাজলউড, অ্যাস্টন আগার ও আডাম জাম্পা। দুই ও তিন স্পিনার ৫টি করে উইকেট ভাগাভাগি করেন।
প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১৩৩ রানে জিতেছিল সফরকারী অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে অজিদের ৪ উইকেটে হারের স্বাদ দেয় কেইরন পোলার্ড বাহিনী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়