ইয়েস, বাট নট নাউ

আগের সংবাদ

যে কারণে বাড়ছে ইসলামী ব্যাংকিং

পরের সংবাদ

ধান চাষ করা হলো না বাবা ও ছেলের : বজ্রপাতে মৃত্যু

প্রকাশিত: জুলাই ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে পাওয়ার টিলার নিয়ে জমিতে হাল চাষ করতে গিয়ে প্রাণ গেল বাবা ও ছেলের। উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের সরিষাবাদ বাংলাবাজার মাঠে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বীরপলি গ্রামের কৃষক আব্দুস সামাদ (৪০) ও তার ছেলে হাবিবুর রহমান (১৫)। জানা গেছে, কৃষক আব্দুস সামাদ মাঠে পাওয়ার টিলার দিয়ে জমিতে হাল চাষ করছিলেন। তার ছেলে হাবিবুর রহমান চাষে সহযোগিতা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যান। নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জমিতে হাল চাষ করার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়