ইয়েস, বাট নট নাউ

আগের সংবাদ

যে কারণে বাড়ছে ইসলামী ব্যাংকিং

পরের সংবাদ

গ্রিজম্যানকে বিক্রি করতে মরিয়া বার্সা

প্রকাশিত: জুলাই ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : বার্সেলোনা গত দুই মৌসুম ধরে লা লিগার শিরোপা ঘরে তুলতে পারছে না। গতবার ঘরের ছেলে লুইস সুয়ারেজকে অ্যাথলেটিকো মাদ্রিদে পাঠিয়ে দেয়। লা লিগায় এ মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদকে শিরোপা জিততে অগ্রণী ভূমিকা পালন করেন সুয়ারেজ। বার্সেলোনার জন্য এখন বড় সমস্যা গ্রিজম্যানকে বিক্রি করা। যদি তাকে বিক্রি করে খরচ কমাতে না পারে, তাহলে লিওনেল মেসির সঙ্গে চুক্তি করতে পারছে না বার্সা। স্ট্রাইকার আতোয়া গ্রিজম্যানকে নিয়ে বড় সমস্যায় পড়েছে বার্সেলোনা। বেতনভাতা খাতে খরচ কমানোর লক্ষ্যে তাকে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। কিন্তু বাস্তবতা হলো বেশি বেতনভাতার কারণেই তাকে কিনতে চাচ্ছে না কোনো ক্লাব। এদিকে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আগস্টের দ্বিতীয় সপ্তাহে লা লিগা মাঠে গড়াবে। তার আগেই যদি সবাইকে রেজিস্ট্রেশন করাতে না পারে তাহলে বার্সেলোনা নতুন কোনো খেলোয়াড়কেই মাঠে নামাতে পারবে না। একই অবস্থা হয়েছে ফিলিপ কুতিনহোকে নিয়েও। ইনজুরির কারণে গত মৌসুমে তিনি খুব একটা খেলতে পারেননি। তার বেতনভাতাও অনেক। তাই তাকেও কিনতে চাচ্ছে না কোনো ক্লাব।
গ্রিজম্যানকে দলে নেয়ার আগ্রহ দেখিয়েছিল তার সাবেক দল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু এজন্য তারা খুব বেশি অর্থ ব্যয় করতে রাজি নয়। বার্সেলোনা প্রস্তাব দিয়েছিল সাউলকে দলে নিয়ে অ্যাটলেটিকোর ব্যয় কমাতে সাহায্য করার। কিন্তু সাউল বার্সেলোনায় যেতে আগ্রহী নন। তিনি মনে করেন সেখানে গেলে তিনি নিয়মিত খেলার সুযোগ পাবেন না। বার্সেলোনা কম অর্থের বিনিময়ে তাদের কঠিন প্রতিপক্ষের হাতে গ্রিজম্যানের মতো খেলোয়াড় ছেড়ে দিতে রাজি নয়। এর আগে তারা এ ভুল করে লুইস সুয়ারেজকে দিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদকে।
এরপর বার্সেলোনা চেষ্টা করেছিল গ্রিজম্যানকে ইংল্যান্ড বা ফ্রান্সের কোনো দলের কাছে বিক্রি করতে। পিএসজিতে নেইমার ও কিলিয়ান এমবাপ্পের মতো দুজন খেলোয়াড় থাকার পর আর গ্রিজম্যানকে কিনতে রাজি নয়। ম্যানচেস্টার ইউনাইটেড আগে গ্রিজম্যানকে দলে পেতে চাইলেও এখন তারা আগ্রহী নয়। লিভারপুল ও চেলসি ৩০ বছরের বেশি কোনো খেলোয়াড়ের পেছনে অর্থ ব্যয় করতে চাচ্ছে না। ম্যানচেস্টার সিটি দলে নিতে চাচ্ছে টটেনহ্যামের হ্যারি কেনকে। তাছাড়া টটেনহ্যাম হটস্পার ও আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় একজন খেলোয়াড়ের পেছনে বেশি বিনিয়োগ করতে পারছে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়