শুভ জন্মদিন : প্রেমিক কবি ফারুক মাহমুদ

আগের সংবাদ

দক্ষিণাঞ্চলে পেয়ারা বাজার মন্দা

পরের সংবাদ

করোনাকালেও নতুন নাটকের সমাহার

প্রকাশিত: জুলাই ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

করোনার ভয়াল থামায় থমকে গিয়েছে জনজীবন। বারবার কাজকর্ম বন্ধ করে ঘরবন্দি হতে হয়েছে মানুষকে। প্রায় দুই বছর ধরে এ অবস্থা চলছে। বিনোদন অঙ্গনও এ অবস্থার বাইরে নয়। বিগত কয়েকটি বড় বড় উৎসব পানসেভাবে কেটেছে। নতুন কোনো অনুষ্ঠান নিয়ে হাজির হতে পারেনি টিভি চ্যানেলসহ হালের ওটিটি প্ল্যাটফর্মগুলো। বিশেষ করে দর্শক চাহিদার শীর্ষে থাকা নাটক নির্মাণ না হওয়ায় নতুন কোনো নাটক দিয়ে ঈদ অনুষ্ঠান সাজানো সম্ভব হয়নি। তবে এবারের করোনার ঢেউয়ে বন্ধ হয়নি টিভি নাটকের শুটিং। করোনার ঝুঁকি নিয়ে দর্শকদের কথা চিন্তা করে এবারের ঈদে নতুন নাটকে কাজ করছেন বেশির ভাগ অভিনেতা। যার ফলে এবারের ঈদুল আজহায় নতুন নাটক দিয়ে ঈদ অনুষ্ঠান সাজানো হয়েছে। ব্যস্ত সময় পার করছেন অভিনয়শিল্পী থেকে শুরু করে নির্মাতা-কলাকুশলীরা। এবারের ঈদে ২০টির অধিক নতুন নাটক দিয়ে সাজানো হয়েছে এনটিভির ঈদ আয়োজন। ঈদুল আজহায় বিটিভি নিজস্ব প্রযোজনায় নির্মাণ করেছে পাঁচটি নাটক। নাটকগুলো রচনা করেছেন বিখ্যাত নাট্যকার ও নাট্যপরিচালকরা। সব নাটকই প্রচারিত হবে রাত ৮টার বাংলা সংবাদের পর। ঈদের আগের দিন দেখা যাবে বদরুল আনাম সৌদের রচনায় ‘আকাশ ভাবনা’। এটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। ঈদের দিন প্রচারিত হবে মীর সাব্বিরের রচনায় ও সোলেমান হকের প্রযোজনায় নাটক ‘হাম্বা ডট কম’। ঈদের ২য় দিন দেখা যাবে- ইমদাদুল হক মিলনের রচনায় নাটক ‘বিয়ের কয়েকদিন আগে’। ঈদের ৩য় দিন প্রচারিত হবে নাটক ‘গৃহমায়া’। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের মূল ভাবনায় নাটকটি রচনা করেছেন চয়নিকা চৌধুরী। ঈদ আয়োজনের শেষদিনে দেখা যাবে পান্থ শাহরিয়ার রচিত নাটক ‘বকুলের আয়না’। ঈদের নাটকগুলো প্রসঙ্গে বিটিভির কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার ও নাটক বিভাগের প্রধান কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, ‘এবার ঈদে আমরা এমন পাঁচটি নাটক বেছে নিয়েছি যে নাটকগুলোর গল্প একদম সময়োপযোগী। যা মানুষকে বিনোদন দেয়ার পাশাপাশি বোধোদয়ও ঘটাবে। আর এগুলো লিখেছেন জনপ্রিয় পাঁচ নাট্যকার ও নাট্যপরিচালক। অভিনয়শিল্পীর তালিকায়ও রয়েছে বৈচিত্র্য। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
এদিকে একাধিক নতুন নাটক দিয়ে ঈদ আয়োজন সাজিয়েছে চ্যানেল আই। সপ্তাহব্যাপী ঈদ অনুষ্ঠানে এসব নাটক দর্শকদের জন্য প্রচারিত হবে। বৈশাখী টিভি তাদের ৭ দিনের ঈদ আয়োজনে ধারাবাহিক ও একক নাটকসহ ২০টির মতো নাটক প্রচার করবে। টিভি চ্যানেল ছাড়াও ইউটিউব চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মগুলোও নতুন নাটক দিয়ে এবারের ঈদ অনুষ্ঠান সাজিয়েছে। এর মধ্যে ধ্রæব টিভির ইউটিউব চ্যানেলটিতে থাকছে প্রায় ১২টি নাটক। এবারের ঈদে দর্শকদের চমকে দেয়ার অপেক্ষায় আছে দেশের অন্যতম প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি। প্রতিষ্ঠানটি এর মধ্যে গুছিয়ে ফেলেছে তারকাবহুল ১৭টি বিশেষ ফিকশনের কাজ। যেখানে থাকছেন এই সময়ের সেরা নাট্যকার, নির্মাতা ও অভিনয়শিল্পীদের অংশগ্রহণ। প্রযোজনা প্রতিষ্ঠানটির দাবি, ঈদ আয়োজনের প্রতিটি গল্পই আলাদা এবং বিশেষ বার্তা রয়েছে। ঈদের সাতদিনে ধারাবাহিকভাবে প্রতিটি নাটক উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। এদিকে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে এবারের ঈদে ২১টি খণ্ডের নাটক প্রকাশ হবে। তিনটি খণ্ডনাটকসহ বেশকিছু অনুষ্ঠানমালায় এবারের ঈদের আয়োজন সাজিয়েছে বঙ্গবিডি। বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান সব সময় দর্শকের কথা মাথায় রেখে ঈদ আয়োজনের পরিকল্পনা করে। এবারো তার ব্যতিক্রম হয়নি। আমরা সময়ের জনপ্রিয় তারকা অভিনয়শিল্পী ও নির্মাতাদের প্রাধান্য দিয়েছি ঈদ পরিকল্পনায়। আশা করছি দর্শক করোনাকালেও বঙ্গঅ্যাপ ও আইপিটিভির ঈদ আয়োজনে আমাদের সঙ্গেই থাকবেন।’ হ মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়