বিষাক্ত কেমিক্যালে নামি ব্র্যান্ডের নকল পানীয় তৈরি : রাজধানীতে গ্রেপ্তার ২

আগের সংবাদ

সংক্রমণ বাড়ার পথ খুলল!

পরের সংবাদ

মেয়র এম রেজাউল করিম : করোনা মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করতে হবে

প্রকাশিত: জুলাই ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনা অতিমারির কারণে নি¤œআয়ের মানুষ নিদারুণ কষ্টে আছে। সাধারণ জনগণের দুঃখ-কষ্ট লাঘবে জনবান্ধব সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। সরকারের সঙ্গে আমাদের স্ব স্ব অবস্থান থেকে সমন্বিত উদ্যোগে সচেতনতা সৃষ্টি করে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
গত ১৩ জুলাই নগরীর উত্তর পাঠানটুলী ওয়ার্ডে স্থানীয় একটি কনভেনশন হলে করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীন দেয়া নগদ অর্থ বিতরণকালে তিনি এ কথা বলেন।
ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাভেদের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, হাজি দোস্ত মোহাম্মদ, ইদ্রিস কাজেমী, মো. ইব্রাহিম, হাজি আহমেদুর রহমান।
অনুষ্ঠানে ৩০০টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়