আপিল বিভাগের আদেশ : ল্যাবএইডের ডাক্তার হত্যায় আমিনুলের মৃত্যুদণ্ড বহাল

আগের সংবাদ

ঝুঁকি নিয়েই উঠল লকডাউন

পরের সংবাদ

সাব্বির-সাজুর ‘পাঁচফোড়ন’

প্রকাশিত: জুলাই ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে এবারো মজাদার টিভি শো ‘পাঁচফোড়ন’ নির্মাণ করছেন নির্মাতা হানিফ সংকেত। এতে সঞ্চালকের ভূমিকায় এবারো থাকছেন দুই অভিনেতা মীর সাব্বির ও সাজু খাদেম। ফাগুন অডিও ভিশনের ব্যানারে নির্মিত অনুষ্ঠানটির শুটিং শেষে এখন চলছে সম্পাদনার কাজ। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি নির্মাণ ও প্রচার হয়ে আসছে এটিএন বাংলায়। সৌহার্দপূর্ণ পরিবেশে দুই বন্ধু মীর সাব্বির ও সাজু খাদেমের মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে টকশোর আঙ্গিকে এবারের উপস্থাপনা সাজানো হয়েছে। এতে কুরবানির ঈদকে নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে দুই বন্ধুর মধ্যে। আর আলোচনার ফাঁকে প্রসঙ্গক্রমেই আসবে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টিং। এবারের আয়োজনে গান থাকছে দুটি। রয়েছে জাদুকর ম্যাজিক রাজিকের পরিবেশনায় একটি ব্যতিক্রমধর্মী মনস্তাত্ত্বিক জাদু। খাবারে স্বাদ আর সুগন্ধ আনতে মসলার কোনো বিকল্প নেই। বিশেষ করে কুরবানির ঈদে মসলার চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। এবারের পাঁচফোড়নে এই মসলার ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। রাজশাহীর পবা উপজেলার দহপাড়া গ্রামের তেঁতুলতলার ভ্রাম্যমাণ চা বিক্রেতা রনির ওপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ছোট্ট একটি গ্রাম- নাম শিমুলিয়া। এই গ্রামটি এখন অনেকের কাছেই পরিচিতি পেয়েছে ইউটিউব গ্রাম হিসেবে! এই গ্রামের ওপর রয়েছে একটি ভিন্নধর্মী প্রতিবেদন। হানিফ সংকেত জানান, ‘পাঁচফোড়ন’ যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ থাকে এতে। এবারো কুরবানির ঈদের ওপর রয়েছে বেশ ক’টি নাট্যাংশ। ‘পাঁচফোড়ন’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়