আপিল বিভাগের আদেশ : ল্যাবএইডের ডাক্তার হত্যায় আমিনুলের মৃত্যুদণ্ড বহাল

আগের সংবাদ

ঝুঁকি নিয়েই উঠল লকডাউন

পরের সংবাদ

মমর ‘বদলে যাওয়া মানুষ’ মোশাররফ

প্রকাশিত: জুলাই ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : অভিনেতা মোশাররফ করিম ও জাকিয়া বারী মমকে নিয়ে সকাল আহমেদ নির্মাণ করেছেন ‘বদলে যাওয়া মানুষ’ শিরোনামে একটি একক নাটক। আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঈদ আয়োজনে নাটকটি এনটিভি ও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা সকাল আহমেদ বলেন, ‘সুখী পরিবারের গল্প দিয়ে নাটকটি শুরু হবে। মোশাররফ করিম শত ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতে ভালোবাসেন। কিন্তু হুট করেই তার আচরণে পরিবর্তন আসে। সে আর পরিবারকে সময় দিতে চায় না, নানা ধরনের ঘটনা ঘটায় পরিবারের মানুষের সঙ্গে। কিন্তু কী কারণে মোশাররফ করিমের এমন পরিবর্তন, সেটা জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।’ গেল ঈদে এনটিভির ‘গরম ভাতের গন্ধ’ নাটক সাড়া ফেলেছিল। এবারো একই জুটি নিয়ে কাজ করছেন এ নির্মাতা। এ নাটকেও আগের মতো সাড়া পাবেন কিনা জানতে চাইলে নির্মাতা বলে, ‘গরম ভাতের গন্ধ নাটকটি গত ঈদে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার একই জুটি নিয়ে কাজ করতে গিয়ে ব্যাপক চাপ অনুভব করেছি। সেসব মাথায় রেখেই আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আশা করি, নাটকের গল্প দর্শকের ভালো লাগবে আর ওই নাটকটির মতো সাড়া ফেলবে কিনা, তা সময়ই বলে দেবে। আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট আশাবাদী।’ নাটকটিতে মোশাররফ-মম ছাড়া আরো অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, আরিয়ানা অরিত্রা, আরশ, সেতু প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়