মির্জা ফখরুল : করোনা নিয়ন্ত্রণে কারফিউ কোনো সমাধান নয়

আগের সংবাদ

করোনার দাপটে ডেঙ্গুর হানা : রাজধানীর হাসপাতালে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

পরের সংবাদ

এক চ্যানেলে সাত সিনেমা

প্রকাশিত: জুলাই ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : করোনার কারণে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ খুলবে কিনা এখনো অনিশ্চিত। মুক্তির অপেক্ষায় থাকা একগুচ্ছ নতুন সিনেমার ভাগ্যে কী আছে তা এখনই বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহ যদি খুলে না দেয়া হয় তাহলে নতুন সিনেমা হাজির হবে টিভির পর্দায়। ‘নবাব এলএলবি’ ঈদে প্রদর্শিত হবে চ্যানেল আইয়ের পর্দায়। তবে শুধু ‘নবাব এলএলবি’-ই নয়, আরো ছয়টি সিনেমা দেখাবে চ্যানেলটি। ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে ছবিগুলো। কাজী হায়াতের পরিচালনায় ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ প্রচারিত হবে ঈদের দিন। ‘নবাব এলএলবি’ দেখা যাবে ঈদের পরদিনই। শাকিবের সঙ্গে ছবিতে আছেন দুই নায়িকা- মাহিয়া মাহি ও অর্পিতা স্পর্শিয়া। গাজী রাকায়েতের ‘গোর’ সিনেমাটি দেখা যাবে ঈদের তৃতীয় দিন। গত ঈদের আলোচিত সিনেমা ‘কসাই’। মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। প্রেক্ষাগৃহের অপেক্ষা না করে সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে টিভিতে। নিরব, রাশেদ মামুন অপু, প্রিয় মনি, এলিনা শাম্মীর এ সিনেমাটি দেখা যাবে ঈদের চতুর্থ দিন। রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’-এর দেখা মিলবে ঈদের পঞ্চম দিন। এতে অভিনয়ে আছেন রাহুল বোস, শাহানা গোস্বামী, রিকিতা শিমু ও মিতা চৌধুরী। ছিটমহলের গল্প নিয়ে বানানো ছবি ‘ছিটমহল’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন। সপ্তম দিন থাকবে ‘সুতপার ঠিকানা’। প্রসূন রহমানের নির্মিত এ সিনেমাতে দেখা যাবে অপর্ণা ঘোষ, শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো অভিনয়শিল্পীকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়