মগবাজারে বিস্ফোরণ আরো একজনের মৃত্যু

আগের সংবাদ

রবীন্দ্রনাথের ঋতুর গান ও অন্যান্য

পরের সংবাদ

মনে হচ্ছিল গোটা দেশটাকে সঙ্গে নিয়ে এসেছি : বাঁধন

প্রকাশিত: জুলাই ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : কান উৎসবের লাল গালিচায় অফিসিয়ালি পা রাখলো বাংলাদেশ। গতকাল ৭ জুলাই বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিটে (স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিট) দেখানো হয় বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়াম নূর’। ছবিটি দেখতে দুবুসিতে উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রায় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। ছবিটি দেখতে বিভিন্ন দেশের সংবাদকর্মী এবং মার্শে দ্যা ফিল্মে অংশগ্রহণকারী ফিল্ম প্রফেশনালদের মধ্যেও বিপুল আগ্রহ ছিল। সকাল থেকে ছবিটি দেখতে লম্বা লাইন ধরেন দর্শকরা। উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে অফিসিয়াল সিলেকশনের বিভাগ আঁ সার্তে রিগায় স্থান পেয়ে ইতিহাস গড়েছে ‘রেহানা মরিয়ম নূর’। কানের পালে দো ফেস্টিভাল ভবন থেকে কথা বলেন বাঁধন। জানান, তারা লাল গালিচায় ফটোশুটে অংশ নিয়েছেন। টিমে ছিলেন মোট ৮জন। বেলা সোয়া তিনটায় শুরু হয় ছবিটির প্রথম প্রিমিয়ার। এতে দর্শক সারিতে পাশাপাশি বসেন টিমের সবাই। বাঁধন আরো জানান, ‘খুবই মানষিক চাপে ছিলাম। কারণ, ছবিটি এবারই প্রথম দেখেছি আমি। তাও বিখ্যাত সব মানুষের সঙ্গে! অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। দর্শকদের অনেক ভিড়ও ছিল। সবাই অনেক প্রসংশা করেছে। ছবি শেষে দাঁড়িয়ে সবাই আমাদেরকে সম্মান জানিয়েছে। এতোদূর পর্যন্ত এসেছি সেটাও অনেক। আরো কিছু নিয়ে যদি দেশে ফিরতে পারি সেটার আনন্দ বলার অপেক্ষা রাখে না। এটা শুধু আমাদের টিমের না গোটা বাংলাদেশের সম্মান। তখন আমাদের মনে হচ্ছিল, গোটা দেশটাকে সঙ্গে নিয়ে এসেছি।’
উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এবারই প্রথম কোনো ছবি কান উৎসবে অফিসিয়াল সিলেকশনের আঁ সার্তে রিগায় স্থান পেয়েছে। ছবিটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই। একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। কারণ, শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবনযাপন করেন তিনি। ১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়