নর্থ সাউথের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন

আগের সংবাদ

৪৫ লাখ গ্রাহকের কী হবে

পরের সংবাদ

জীবনের তল অবতল (কবি শঙ্খঘোষ, স্মরণে)

প্রকাশিত: জুলাই ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মৃত্যুর মুখোমুখি এসেছি এখানে একা,
উদোম আকাশ-
আমাকে ডাকিছে জল
সমুদ্র অতল
দক্ষিণের দুরন্ত বাতাস, ভাসে মহামারি জলের খবর
কতটুকু শুনেছি সে ডাক, বধির দু’কান!

এই তো পেতেছি কর্ণকুহর, সমস্ত চেতন
উন্মুখ মেলে আছি বিনম্র-নয়ন
দু’হাত শূন্য করে প্রশস্ত প্রসারিত অবিচল
কত জল আছে- দেখে নেবো তার ভগ্ন ভাগাড়ে
আঁজলায় তুলে নেবো
দিতে পারো অনায়াসে করতলে ঢেলে!

হাতের আঙ্গুলগুলো চারদিক ছড়িয়ে রেখেছি
গুটিয়ে রেখেছি ধরাছোঁয়া সমস্ত সীমাবদ্ধতা
হাতের হস্তরেখা বাহুল্য জালি-
হাতেই লুকোনো থাক
ওসবে রেখো না এই সন্দিগ্ধ চোখ
দৃষ্টি শেষে ক্ষীণ হয়ে যাবে!

তার চেয়ে ভালো- এসো আজ
জলের আমন্ত্রণ শুনি
গুণটানি, লগি ও বৈঠায় হাত রেখে
বধির কানের কাছে মুখ রেখে বলি
সীমাবদ্ধ জীবনে এলো একি!
অবাধ্য বাতাস
এই আমি বেরিয়ে পড়েছি- হাঁটু জল
আর কোনো দ্বিধা নেই
তোমার মতোই
ছুঁয়ে দেবো জীবনের তল অবতল!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়