গলায় খাবার আটকে মৃত্যু প্রতিবন্ধীর

আগের সংবাদ

নতুন সিনেমায় অপি করিম

পরের সংবাদ

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়ে যাবেন সাকিব

প্রকাশিত: জুন ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজ ভোরে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে একমাত্র টেস্টের মাধ্যমে শুরু হবে দুই দলের লড়াই। ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ২৩ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে।
এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার কারণে জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড় জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন। ফলে জিম্বাবুয়েতে গিয়ে তাদের কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজের মাধ্যমে নিষেধাজ্ঞা কাটিয়ে টাইগারদের হয়ে বিদেশের মাটিতে প্রথম সফরে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তিনি টাইগার বহরের সঙ্গে জিম্বাবুয়ে যাচ্ছেন না। সাকিব বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই তিনি সরাসরি জিম্বাবুয়েতে আসবেন। এরপর দলের সঙ্গে যোগ দেবেন। আজ দলের সঙ্গে যাওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলে চলে আসবেন। সবার শেষে হবে টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু এই সিরিজটিতে না খেলে ছুটি চেয়েছিলেন মুশফিক। বিসিবি তার ছুটি মঞ্জুরও করে।
দল যখন জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ঠিক তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই পরিচিত মুখ ও কর্মকর্তা আকরাম খান এবং খালেদ মাহমুদ সুজনের সঙ্গে চলমান একটি দ্ব›দ্ব প্রকাশ্যে এসেছে। মূলত খালেদ মাহমদু সুজন নিজের রাগ উগরে দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খানের ওপর। সুজনের রাগের কারণ হলো তাকে নাকি দুই নতুন কোচের বিষয়ে কিছু জানানো হয়নি। অথচ তিনি ক্রিকেট পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান। বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথকে ও শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এ ব্যাপারে সুজন গণমাধ্যমের কাছে বলেন, আমি তো ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান। আমি আপনাদের (মিডিয়া) কাছ থেকে জানতে পারলাম এই দুুই লোককে নিয়োগ করা হয়েছে। কিন্তু আমাকে কেউ শেয়ার করেনি হয়তো আমি বাবলে (জৈব সুরক্ষা বলয়ে) ছিলাম বলে। বাবলে অবশ্য ফোন ছিল, আমাকে জানানো হয়নি। আমি পত্রিকা পড়ে জানতে পারলাম অ্যাশওয়েল প্রিন্স ও রঙ্গনা হেরাথকে নিয়োগ দেয়া হয়েছে। হেরাথের কথাটা আমিই বলেছি বিসিবিকে।’
তিনি আরো বলেন, ‘যেহেতু ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে আমাদের সেভাবে কাজ করা হচ্ছে না, সে আমাদের সময় দিতে পারছে না সেহেতু একজন অভিজ্ঞ কাউকে প্রয়োজন ছিল। কোচ জিনিসটা কি এখানে অভিজ্ঞতার একটা ব্যাপার তো আছেই কিন্তু যারা ক্রিকেট খেলছে বা মাত্রই খেলা শেষ করেছে, অভিজ্ঞতা সঙ্গে লেভেল থ্রি কোচিং কোর্স করা আছে হেরাথের। সে ভালো বিকল্প হতে পারে। আরো এরকম অনেক নামই উঠে এসেছিল। কিন্তু আমি সত্যিকার অর্থেই জানতাম না এদের দুজনকে নিয়োগ দেয়া হয়েছে। পরে দেখলাম অ্যাশওয়েলকে এক সিরিজ আর হেরাথকে বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দিয়েছে।’
তাছাড়া আকরাম খানকে নিয়ে সরাসরি মন্তব্য করেছেন খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন আকরাম খান নাকি বিসিবিতে আসেনই না। এ কারণে খেলোয়াড়দের সঙ্গে তার যোগাযোগ ভালো নেই। সুজন উল্টো দাবি করেন তার সঙ্গে খেলোয়াড়দের সম্পর্ক ভালো। তার কাছে সবাই সবকিছু শেয়ার করতে পারেন। এ ব্যাপারে সুজন বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন করাই আমাদের কাজ। আমরা যে যে সেক্টরেই থাকি না কেন। আজকে আমি ডেভেলপমেন্টে আছি, কালকে হয়তো গ্রাউন্ডস কমিটিতে চলে যেতে পারি মাহবুব ভাইয়ের জায়গায়। সুতরাং সবাই সবার দায়িত্বেই থাকে। আমার মনে হয় খেলোয়াড়দের আকরাম ভাইয়ের সঙ্গে সেভাবে দেখাও হয় না, কারণ আকরাম ভাই যে বোর্ডে কখন আসতেছেন, সব সময় যে আসেন তাও কিন্তু নয়।’
তিনি আরো বলেন, ‘আমিতো মাঠের লোক মাঠে থাকি, বোর্ডে যাই। সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। আকরাম ভাই হয়তো ব্যস্ত থাকে, তার ব্যবসা আছে। তার অনেক ব্যস্ততা থাকে, তারপরও অনেক চেষ্টা করেন সময় দেন। কিন্তু হয়তো খেলোয়াড়দের সঙ্গে ওই সময় তার দেখা হয় না। আমার সঙ্গে যেভাবে ফ্রিলি (মন খুলে) কথা বলতে পারে সেটা হয়তো আকরাম ভাইয়ের সঙ্গে পারে না, ওই সম্পর্কটা গড়ে ওঠে না। যে কোনো টপিক নিয়ে আমাকে বলতে পারে, ওই সময় আকরাম ভাইকে তো তারা পায় না। তো এটাই হয়তো কারণ হতে পারে। আমার মনে হয় আকরাম ভাই যথেষ্ট সময়ই দেয় এরপরও। ক্রিকেট পরিচালনা বিভাগকে কিভাবে উন্নতি করবেন চেষ্টা করেন। আকরাম ভাইয়ের সঙ্গে আমার শ্রীলঙ্কা সিরিজের পর এখনো দেখাই হয়নি সত্যি কথা বলতে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়