মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস : মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে বাঁচাতে হবে

আগের সংবাদ

৮০-তে পা রাখলেন ফেরদৌসী রহমান

পরের সংবাদ

সদরপুরে লকডাউনে বিয়ের আয়োজন করায় জরিমানা

প্রকাশিত: জুন ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : সদরপুর উপজেলায় বিধিনিষেধ অমান্য করে গত শুক্রবার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় কনের বাবা সিরাজ প্রামানিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভ‚মি) সজল চন্দ্র শীল এ জরিমানা করেন। জানা গেছে, করোনাকালীন সময়ে উপজেলার ভাষানচর ইউনিয়নের লতিপ কাজীর ডাঙ্গী গ্রামের সিরাজ প্রামানিক তার মেয়ের বিয়ে উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন। লকডাউনের সময় বিয়ে আয়োজন করায় সংক্রামক প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের ২০১৮ ক ধারায় ওই জরিমানা করা হয়। অপরদিকে উপজেলার সাড়ে সাত রশি বাজারে লকডাউন অমান্য করে দোকান খোলার অপরাধে দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়