মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস : মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে বাঁচাতে হবে

আগের সংবাদ

৮০-তে পা রাখলেন ফেরদৌসী রহমান

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জুন ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আর্থিক সহায়তা

রাজশাহী শহর প্রতিনিধি : করোনা পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ আর্থিক সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দর্জি, রিকশাওয়ালা ও হিজড়া জনগোষ্ঠীসহ নিম্ন আয়ের ৩০০টি পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। জেলা প্রশাসক আব্দুল জলিল প্রতি পরিবারের মাঝে এক হাজার টাকা করে দেন। করোনাকালে প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর্থিক সহায়তা প্রদানকালে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : হোমনায় প্রাণিসম্পদ মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এর ভার্চুয়ালি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এডভোকেট মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিম আক্তার রিনা, ওসি আবুল কায়েস আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৈয়দ মো. নজরুল ইসলাম, খামারি রেহেনা আক্তার প্রমুখ। মেলায় তিনটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ ৯ জনকে পুরস্কার দেয়া হয়।

সংবর্ধনা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : সোনাগাজী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার অতিথি হিসেবে বক্তব্য দেনÑ ফেনী প্রেস ক্লাব সহসভাপতি সৈয়দ মনির আহমদ, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ফেনীর কার্ডিয়াক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল মিলন। নবনির্বাচিত সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফতাব ভ‚ঞার সঞ্চালনায় বক্তব্য দেনÑ বিদায়ী সভাপতি গাজী মো. হানিফ, সাবেক সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন মেহেদি, সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন, সহসভাপতি জহিরুল হক সজীব, বাহার উল্লাহ বাহার প্রমুখ।

মতবিনিময়

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ হোসেন গত শুক্রবার উপজেলায় অবস্থিত সব এজেন্ট ব্যাংকিংয়ের মালিক, ম্যানেজারদের নিয়ে আসন্ন ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলার বিষয়ে মতবিনিময় সভা করেছেন। এ সময় এজেন্ট ব্যাংকিংয়ের নিরাপত্তার বিষয়ে সিসি ক্যামেরা, ডিবিডিআরের পৃথক ব্যাকআপ নগদ অর্থ জমা না রাখা, অফিস রুমে রাতে পাহারা ব্যবস্থাসহ নিরাপত্তা জোরদারে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন তিনি। সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়নে এ উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি কিছু চুরির ঘটনায় ওসি থানার সব পুলিশকে কঠোর দৃষ্টি দেয়ার নির্দেশনা দেন।

প্রশিক্ষণ কর্মশলা

কাগজ প্রতিবেদক, রংপুর : জেলায় গতকাল শনিবার ‘সাংবাদিকদের জন্য মধ্যস্থতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিডিয়েশন সোসাইটির (বিআইএমএস) সহযোগিতায় পিপলস মিডিয়েশন সেন্টার শহরের এক হোটেলে এর আয়োজন করে। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন বিচারপতি মোহাম্মদ ইমাম আলী। ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশের প্রশিক্ষকরা অনলাইনে এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। বিআইএমএস চেয়ারম্যান এস এন গোস্বামী, বিআইএম বাংলাদেশ আঞ্চলিক পরিচালক এডভোকেট রফিক হাসনাইন, পিএমসির ডেপুটি ডিরেক্টর ড. প্রসন্নজিৎ সরকার এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহামুদুল হক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়