হৃত মর্যাদা ফেরত! : কাশ্মিরের নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক নরেন্দ্র মোদির

আগের সংবাদ

বাদলা দিন আসছে!

পরের সংবাদ

জর্জ ক্লুনির সিনেমার স্কুল

প্রকাশিত: জুন ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

জর্জ ক্লুনি ও বন্ধুরা মিলে তৈরি করছেন একটি সিনেমার স্কুল। ২০২২ সালে স্কুলটি যাত্রা শুরু করবে দক্ষিণ লস অ্যাঞ্জেলসে। এই স্কুলে টিনএজদের শেখানো হবে চিত্রগ্রহণ, লাইটিং, ভিজুয়াল ইফেক্ট ও অন্যান্য হলিউডের কাজকর্ম। স্কুলটি তৈরির লক্ষ্য হলিউডের জন্য দক্ষ কর্মী তৈরি করা এবং তরুণদের কাজের সুযোগ করে দেয়া। এক বিবৃতিতে ক্লুনি বলেছেন, ‘তরুণদেরকে ক্যামেরা, ভিজুয়াল ইফেক্ট, এডিটিং ও সাউন্ড সম্পর্কে ট্রেনিং দেয়ার লক্ষ্যে এই হাই স্কুল তৈরি করা হচ্ছে। তাদের কাজের সুযোগ করে দেয়ার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।’ স্কুলের নাম দেয়া হয়েছে ‘দ্য রয়বাল স্কুল অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন।’ শিক্ষার্থীদেরকে প্র্যাক্টিক্যাল ট্রেনিং এর মাধ্যমে সব বিষয়ে শেখানো হবে। ইন্টার্নশিপ করার সুযোগও থাকবে স্কুলে। ২০১৬ সালে অস্কারে ‘হোয়াইট স্ক্যান্ডাল’ হওয়ার পর থেকে ক্যামেরার সামনের ও পেছনের কাজের জন্য নানা বর্ণের মানুষদের সুযোগ করে দেয়া হয়। তবে হলিউডে কাজ খুঁজে পাওয়ার প্রক্রিয়াটি বেশ কঠিন। তাই সব বর্ণের তরুণদের সহজেই ক্যামেরার পেছনের কাজের সুযোগ করে দেয়ার জন্য জর্জ ক্লুনি
এই উদ্যোগ নিয়েছে। হ মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়