হৃত মর্যাদা ফেরত! : কাশ্মিরের নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক নরেন্দ্র মোদির

আগের সংবাদ

বাদলা দিন আসছে!

পরের সংবাদ

চীনে কুংফু স্কুলে ভয়াবহ আগুনে নিহত ১৮

প্রকাশিত: জুন ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : চীনের হেনান প্রদেশে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। পরে তা নিভিয়ে ফেলা হয় বলে ঝেচেং এলাকার স্থানীয় সরকারের ওয়েবসাইটে দেয়া বিবৃতির বরাতে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ১৬ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলেও বিবৃতিতে জানায় তারা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্শাল আর্ট কেন্দ্রটির নাম বিবৃতিতে উল্লেখ করা হয়নি। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আসা এক পোস্টে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কেন্দ্রটি ঝেনজিং মার্শাল আর্ট সেন্টার বলে জানানো হয়। তবে তাৎক্ষণিকভাবে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
হতাহতদের বেশির ভাগই ৭-১৬ বছর বয়সি আবাসিক শিক্ষার্থী। তারা প্রশিক্ষণ কেন্দ্রটির দ্বিতীয় তলায় থাকত বলে বেইজিং ইয়ুথ ডেইলির এক প্রতিবেদনে জানানো হলেও পরে তাদের ওয়েবসাইট থেকে ওই প্রতিবেদনটি সরিয়ে নেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়