১০০ পর্বে ‘জমিদার বাড়ী’

আগের সংবাদ

টাকা পাচার হয় পাঁচ কারণে ** ৩৬ দেশে পাচার হচ্ছে টাকা, সবচেয়ে বেশি ১০ দেশে ** হাতেগোনা মামলা হলেও আটকে আছে আইনি জটিলতায় **

পরের সংবাদ

ঈদে মুক্তির প্রস্তুতিতে ‘লিডার, আমিই বাংলাদেশ’

প্রকাশিত: জুন ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ৬০ ভাগ শুটিং শেষ হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার। গত ২৫ মে রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছিল এ সিনেমার। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা ৮দিন শুটিং শেষে স্বল্প বিরতি দেয়া হয়। এদিকে গত ১৭ জুন থেকে আবারো বিএফডিসিতে টানা ৫দিন শুটিং চলে সিনেমাটির। পরে সেট পরিবর্তনের জন্য ২ দিনের বিরতি দিয়ে ২৪ জুন শুরু হবে এর শুটিং। এ মেয়াদে শুটিং চলবে টানা ১০দিন। সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা শুটিং শুরু করতে পেরেছি। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলা-কুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া রয়েছে। তারা সবকিছু বজায় রেখে যেভাবে কাজ করছে এতে আমরা আশাবাদী, ‘লিডার, আমিই বাংলাদেশ’ একটি অসাধারণ সিনেমা হতে যাচ্ছে। ইতোমধ্যে ৬০ ভাগ শুটিং শেষ হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, ঈদুল আযহায় বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে ছবিটি রিলিজ হবে’। উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সংবাদ সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর সাইনিং অনুষ্ঠিত হয় পরিচালক তপু খান এবং বাংলা চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও বুবলীর সঙ্গে। অন্যদিকে পরিচালক তপু খান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়া, শাকিব খান, বুবলীসহ সব কলাকুশলীর সহযোগিতায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন শাকিব, বুবলীসহ সবাই যথা সময়ে সেটে এসে শুটিং শুরু করছেন। বৃষ্টির কারণে কিছুটা সমস্যায় পড়লেও আমরা ইতোমধ্যে ৬০ ভাগ শুটিং শেষ করতে পেরেছি।’ সামনের কাজগুলোও একইভাবে শেষ করতে পারব বলে আমার বিশ্বাস।’
এদিকে আগামীকাল সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘নবাব এলএলবি’ সিনেমা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়