প্যারিস অলিম্পিক
পদক লড়াইয়ে শীর্ষেই রয়েছে যুক্তরাষ্ট্র
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
সোভিয়েত ইউনিয়নের পতনের পর অলিম্পিক পদক লড়াইয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে তুমুল লড়াই। এবার প্যারিস অলিম্পিকেও চলছে টক্কর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ স্বর্ণ ৩৫ রৌপ্য ও ৩৩ ব্রোঞ্জসহ ৯৫ পদক জিতে শীর্ষে যুক্তরাষ্ট্র, ২৬ স্বর্ণ, ২৪ রৌপ্য ও ১৭ ব্রোঞ্জসহ ৬৭ পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীন। অস্ট্রেলিয়া ১৮, স্বর্ণ ১৪, রৌপ্য ও ১১ ব্রোঞ্জসহ ৪৩ পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ১৩ স্বর্ণ, ১৭ রৌপ্য ও ২১ ব্রোঞ্জসহ ৫১ পদক নিয়ে চতুর্থ স্থানে রয়েছে স্বাগতিক ফ্রান্স।
মেয়েদের পোল ভল্টে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জয় করেছে অস্ট্রেলিয়া। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে যৌথভাবে এই চ্যাম্পিয়ন হয়েছিলেন অস্ট্রেলিয়ার নিনা কেনেডি এবং যুক্তরাষ্ট্রের কেটি মুন। কিন্তু প্যারিসে স্বর্ণপদকটি একাই জিতেছেন নিনা। ৪.৯০ মিটার উচ্চতা টপকেছেন। স্বর্ণ জয়ের আনন্দে চোখ ভিজেছে তার।
৪.৮৫ মিটার উচ্চতা টপকে রুপা মুনের। ব্রোঞ্জ কানাডার আলিশা নিউম্যানের।
ডোপিংয়ের অভিযোগে প্যারিস অলিম্পিক থেকে নিষিদ্ধ হয়েছেন গ্রিক পোল ভল্টার ইলেনি ক্লদিও পোলাক। ডোপ টেস্টে শরীরে নিষিদ্ধ বস্তুর উপস্থিতি পাওয়ায় ২৭ বছর বয়সি এই ক্রীড়াবিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
চলতি অলিম্পিকে ডোপিংয়ের কারণে নিষিদ্ধ হওয়া তারকাদের মধ্যে পোলাক চতুর্থ। এর আগে নিষিদ্ধ হয়েছিলেন ইরাকের জুডোকা সাজ্জাদ শেহেন, আফগানিস্তানের জুডোকা শামিম ফাইজাদ এবং আফ্রিকান গেমসের বক্সিং চ্যাম্পিয়ন নাইজেরিয়ার সিন্থিয়া ওগুনসেমিলোর।
গত সোমবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্ট পোল ভল্টে কোয়ালিফিকেশন পর্ব সফলভাবে সম্পন্ন করেছিলেন পোলাক। তবে ফাইনালে যেতে পারেননি। কারণ চূড়ান্ত পর্বে খেলতে গেলে জাম্পিয়ের এই খেলায় ৪.৪০ মিটার উঠতে হয়। কিন্তু পোলাক পেরেছেন ৪.২০ মিটার উঠতে।
প্যারিস অলিম্পিকে অংশ নিতে এসে আলোচনার জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ান হকি দলের খেলোয়াড় টম ক্রেইগ। তবে সেটা হকি টার্ফে নয়। কোকেন কিনতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ক্রেইগ।
গত মঙ্গলবার কোকেনকাণ্ডে আটক হন ক্রেইগ। তবে পুলিশ তাকে আটকে রাখেনি। কেবল সতর্ক করে ছেড়ে দেয়া হয় তাকে। জরিমানা বা অন্য কোনো শাস্তিও দেয়া হয়নি। ছাড়া পেয়ে ক্ষমা চেয়েছেন তিনি।
ক্ষমাপ্রার্থনা করে ক্রেইগ বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় যা হয়েছে, তার জন্য ক্ষমা চাই। অনেক বড় একটা ভুল করেছি। আমি এর দায়িত্ব নিচ্ছি। এই কাজ আমার পরিবার, সতীর্থ, খেলা ও অস্ট্রেলিয়ার অলিম্পিক দলের মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না, এর দায় আমার। আমি অনেক দুঃখিত।’
অলিম্পিকে কুস্তি থেকে ডিসকোয়ালিফাই হওয়ার একদিন পর অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের তারকা নারী কুস্তিগির বিনেশ ফোগাট।
তার ডিসকোয়ালিফাই হওয়াটা ছিল দুর্ভাগ্যজনক। মহিলাদের ৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেছিলেন। প্রত্যাশা ছিল স্বর্ণ জয়ের। কিন্তু ভারতের অলিম্পিকস সংস্থা জানিয়ে দেয়, ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করা হয়েছে বিনেশকে।
গত বছর ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগ ওঠে। সেটি নিয়ে চলা দীর্ঘ আন্দোলনে সবার নজর কেড়েছিলেন ২৯ বছর বয়সি ফোগাট। তিনবার কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী এই তারকা আক্ষেপ করে মাকে উদ্দেশ করে প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, ‘মা আমার বিপক্ষে কুস্তির জয় হয়েছে। আমি হেরেছি। তোমার স্বপ্ন আর আমার সাহস পুরোপুরি চূর্ণ।’