সরকার ৬৭ লাখ তরুণ-তরুণীকে আয়বর্ধক পেশায় প্রশিক্ষণ দিয়েছে

আগের সংবাদ

১০ ডিসেম্বর কী হবে ঢাকায়? বিএনপির সমাবেশ ঘিরে উত্তাপ বাড়িয়েছে আমানের আল্টিমেটাম > রাজপথে মোকাবিলা করবে আ.লীগ

পরের সংবাদ

আগের সময়সূচিতে ফিরল আদালতের বিচারিক কার্যক্রম

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নি¤œ আদালতের বিচারকাজ আজ রবিবার থেকে ফের সকাল সাড়ে ৯টা থেকে শুরু হচ্ছে। আর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতির সমন্বয়ে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় গত বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বনী বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার থেকে সকাল ১০টা ৩০ মিনিটে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারকাজ শুরু হবে। মাঝখানে ৪৫ মিনিটের বিরতি দিয়ে ৪টা ১৫ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে। দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সকাল সাড়ে ৯টায় বিচারকাজ শুরু হবে। মাঝখানে ৩০ মিনিটের বিরতি দিয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে। হাইকোর্ট ও নি¤œ আদালতের অফিসও আগের সময়সূচি অনুযায়ী চলবে।
উল্লেখ, গত ২২ আগস্ট থেকে বিদ্যুৎ এবং জ¦ালানি সাশ্রয়ের জন্য অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনা হয়। সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চালু ছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়। সেই অনুযায়ী গত বৃহস্পতিবার পর্যন্ত আদালতের বিচারিক কাজ শুরু হত সকাল সাড়ে ৮টা থেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়