সহিংসতা প্রতিরোধে মাঠে থাকবে ১৪ দল

আগের সংবাদ

পঞ্চগড়ে নৌকা ডুবে নিহত ২৫, নিখোঁজ অর্ধশতাধিক : করতোয়া তীরে শোকের মাতম

পরের সংবাদ

হাসানুল হক ইনু : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে লুটেরাদের পিষে দিতে হবে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফেনী প্রতিনিধি : বাজার মূল্যের অস্বাভাবিক অযৌক্তিক ঊর্ধ্বগতি রোধে লুটেরাদের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে হবে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। বায়ান্ন ও একাত্তরে মীমাংসিত বিষয় অমীমাংসিত করার পাকিস্তানপন্থি রাজনীতিই দেশে অস্থিরতা, অশান্তি, সংঘাত ও সংঘর্ষের মূল কারণ।
গতকাল শনিবার দুপুরে ফেনী শহরের কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসানুল হক ইনু বলেন, বাঙালি, বাংলা, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি যতদিন রাজনীতির মাঠে থাকবে ততদিন দেশের রাজনীতি অস্থিরতা, সংঘর্ষ, সংঘাত, অশান্তির অবসান হবে না।
ইনু বলেন, দেশের রাজনীতিতে বর্তমান অস্থিরতা, সংঘাত, সংঘর্ষ নতুন নয়। এটা ৫২, ৭১, ৭৫-এর পুরাতন বিরোধেরই বহিঃপ্রকাশ। স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলেও এ বিরোধের সমাধান ও মীমাংসা হয়নি। বিএনপি-জামায়াতসহ ধর্মান্ধ, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, উগ্রবাদী শক্তি এ বিরোধের রাজনীতির ধারক ও বাহক। এরা বাঙালির আত্মপরিচয়, ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সংবিধান মানে না।
এ সময় উপস্থিত ছিলেন- জাসদের সাধারণ সম্পাদক ফেনী-১ আসনের এমপি শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য নুরুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী ও মির্জা মো. আনোয়ারুল হক প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার একার ক্ষমতায় থাকার বিষয় না, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়েই বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রæ পাকিস্তানপন্থার রাজনীতির ধারক ও বাহক বিএনপি, জামায়াতসহ ধর্মান্ধ সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, উগ্রবাদী শক্তিকে বর্জন ও বিলুপ্ত করার দায়িত্ব নিতে হবে আমাদের সবাইকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়