রাজপথ বিএনপির বাপ-দাদার সম্পত্তি নয় : কাদের

আগের সংবাদ

সাফ জয়ীদের লাগেজ ভাঙল কে

পরের সংবাদ

শাহবাজের ইয়ারফোন কাণ্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : যতবারই ইয়ারফোন লাগাচ্ছিলেন, ততবারই পড়ে যাচ্ছিল। উজবেকিস্তানে একটি আঞ্চলিক সম্মেলনের পার্শ্ববৈঠকে এমনই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শেষমেশ একজন সাহায্যকারীকে ডাকেন শাহবাজ। এরপরও ইয়ারফোনটি একবার পড়ে যায়। পাশে অপেক্ষারত রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এমন পরিস্থিতি দেখে আর হাসি সামলাতে পারেননি। একপর্যায়ে হেসে ফেলেন তিনি। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। টুইটারে ভিডিওটি পোস্ট করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পার্লামেন্ট সদস্য শিরিন মাজারি।
উজবেকিস্তানের সমরখন্দ শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২২তম সম্মেলনে পার্শ্ববৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। ওই ভিডিওতে দেখা যায়, বারবার ইয়ারফোন লাগানোর চেষ্টা করছেন শাহবাজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়