চট্টগ্রামে সৈকতে শৃঙ্খলা ফেরাতে কমিটি

আগের সংবাদ

স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও : বাসে গাদাগাদি করে যাত্রী পরিবহন > ঢিলেঢালা অভিযানে ১১ জনকে জরিমানা

পরের সংবাদ

উড়োজাহাজে ট্রেনের ধাক্কা

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : সড়কের উপর দিয়ে আড়াআড়ি চলে গেছে রেললাইন। তার উপর মুখ থুবড়ে পড়ে আছে একটি ছোট্ট উড়োজাহাজ। হঠাৎই লাইনে চলে আসে ট্রেন। ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় উড়োজাহাজটি। অল্পের জন্য প্রাণে বাঁচেন পাইলট। এমনই একটি ভিডিও অনলাইনে ঘুরছে। ট্রেনের ধাক্কায় উড়োজাহাজের গুঁড়িয়ে যাওয়ার এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের। স্থানীয় সময় গত রবিবার এ ঘটনা ঘটেছে। এই দিন শহরের প্যাকোইমা এলাকায় একটি ব্যস্ত জংশনে ছোট আকারের একটি সেনা উড়োজাহাজ রেললাইনের উপরে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উড়োজাহাজটি ওড়ার পরপরই রেললাইনের ওপর জরুরি অবতরণ করে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি মাটিতে পড়ার পর আহত পাইলটকে সেটি থেকে বের করে আনছেন পুলিশের কয়েকজন সদস্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়