হাতিরঝিলের সড়ক বন্ধে রাজধানীতে তীব্র যানজট

আগের সংবাদ

বিশাল লক্ষ্যমাত্রার বাজেট প্রস্তুতি : সম্ভাব্য আকার ৬,৭৫,১৩৯ কোটি টাকা, আয় ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সচেতনতা প্রশিক্ষণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ফুলবাড়ীতে বাল্যবিয়ে, যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধূরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আশ্রাফুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তার রীতা মণ্ডল উপস্থিত ছিলেন।

সেমিনার

কাগজ প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে ‘চা উৎপাদন ও প্রক্রিয়াকরণে নিরাপত্তা নিশ্চিতকরণ শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (খাদ্য ভোগ ও ভোক্তা অধিকার) সদস্য (যুগ্ম সচিব) মো. রেজাউল করিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) মঞ্জুর মোর্শেদ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মাসুদ রানা। এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরফিন, বৈজ্ঞানিক কর্মকর্তা শওকত হোসেন, সাংবাদিক বিকুল চক্রবর্তী প্রমুখ।

নারীদের প্রশিক্ষণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : উপজেলা মহিলা সংস্থার আয়োজনে কালাই ডিগ্রি কলেজ রোডে ৫টি ট্রেডে নারীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রতœা রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, পৌর মেয়র রাবেয়া সুলতানা, কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান। আরো বক্তব্য রাখেন আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর মণ্ডল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেরিনা আক্তার মেরী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়