দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ : চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

আগের সংবাদ

ঢিমেতালের ফাঁদে সোনালি ব্যাগ : সিলিং মেশিনে আটকে আছে উৎপাদন, বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ

পরের সংবাদ

ছাত্রীর সন্তানকে কোলে নিয়ে রাবি অধ্যাপকের ক্লাস!

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : ছাত্রীর শিশুসন্তানকে কোলে নিয়ে ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান। গতকাল বৃহস্পতিবার সকালে ওই বিভাগের মাস্টার্সের তিন ছাত্রী তাদের সন্তানকে নিয়ে আসেন। এ সময় শ্রেণিকক্ষে এসে তাদের একজনের শিশুকে কোলে নিয়ে ক্লাস নেন রাবি অধ্যাপক। জানা গেছে, ২০১৫-১৬ সেশনের ইন্টারন্যাশনাল ‘ল’ কোর্সের ক্লাস নিচ্ছিলেন অধ্যাপক ড. আনিসুর রহমান। সেখানে মারুফা তাসনীম নামে এক শিক্ষার্থী তার সন্তানকে নিয়ে বসেছিলেন প্রথম বেঞ্চে। এরপর ওই শিশুকে কোলে তুলে পুরো ক্লাস নেন ওই অধ্যাপক।
এ বিষয়ে ড. আনিসুর রহমান বলেন, তিনজন শিক্ষার্থী তাদের সন্তানদের নিয়ে ক্লাসে এসেছিল। তাদের মধ্যে প্রথম বেঞ্চে আসা শিক্ষার্থীর সন্তান বারবার ডায়েসের দিকে আসতে চাচ্ছিল। এটি দেখে ভাবছিলাম, সে হয়তো আমার কাছে আসতে চায়। তাই তাকে কোলে তুলে নিয়েছিলাম। তাকে কোলে নিয়েই শেষ করেছি ক্লাসের বাকি অংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়