মাদকবিরোধী অভিযান : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ২০

আগের সংবাদ

ভোগান্তি মেনেই ঘরে ফেরা : ঈদযাত্রা

পরের সংবাদ

শাহপরীর দ্বীপ : কোস্ট গার্ডের অভিযানে বিয়ার ও মদ জব্দ

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

শাহপরীরর দ্বীপে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে বিয়ার ও মদ জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল রবিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১০.০০টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউনিয়ন এর কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দেয়। মাদক চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত বোটটি নিয়ে কাটাবুনিয়া ঝাউবনের দিকে পালাতে চেষ্টা করে। পরে ধাওয়া দিলে চোরাকারবারিরা ঝাউবনের কাছে বোটটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরে বোটটি তল্লাশি চালিয়ে ৪৮০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ১১৬ বোতল গ্র্যান্ড রয়েল সিগনেচার মদ জব্দ করা হয়। বিজ্ঞপ্তি

জব্দকৃত বিয়ার, মদ ও ইঞ্জিনচালিত কাঠের বোট টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়