মাদকবিরোধী অভিযান : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ২০

আগের সংবাদ

ভোগান্তি মেনেই ঘরে ফেরা : ঈদযাত্রা

পরের সংবাদ

বিক্ষোভ সমাবেশ থেকে আটক গ্রেটা থুনবার্গ

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে নেদারল্যান্ডসের পুলিশ। গত শনিবার দেশটির রাজধানী দ্য হেগে বিক্ষোভ করার সময় আটক হয়েছেন গ্রেটা।
জীবাশ্ম জ্বালানির ওপর ভর্তুকির প্রতিবাদে ওইদিন দ্য হেগে বিক্ষোভ মিছিল করেন কয়েকশ মানুষ। ওই আয়োজনে অংশ নিয়েছিলেন ২১ বছর বয়সি গ্রেটা। এ সময় বিক্ষোভকারীদের একটি প্রধান সড়ক অবরোধ করা থেকে বিরত রাখার চেষ্টা করে পুলিশ। গ্রেটাসহ কয়েকজন বিক্ষোভকারী পুলিশের প্রতিবন্ধকতা পেরিয়ে সড়কে পৌঁছে যান। পরে পুলিশ গ্রেটাসহ বিক্ষোভকারীদের কয়েকজনকে বাসে তুলে নিয়ে যায়।
আটক হওয়ার আগে বিক্ষোভে গ্রেটা বলেন, ‘আজকে এখানে প্রতিবাদে সামিল হওয়াটা জরুরি। কেননা আমরা এখন এই পৃথিবীতে জরুরি অবস্থার মধ্যে বসবাস করছি।’

গ্রেটা আরো বলেন, ‘চলমান সংকট এড়াতে ও মানুষের জীবন বাঁচাতে আমাদের সম্ভাব্য সবকিছু করতে হবে।’
এ সময় গ্রেটার কাছে জানতে চাওয়া হয়, ‘পুলিশের কঠোর অবস্থানের কারণে আপনি উদ্বিগ্ন কিনা?’ জবাবে গ্রেটা বলেন, ‘আমি কেন (উদ্বিগ্ন) হব?’
এর আগেও নেদারল্যান্ডসে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন পরিবেশকর্মীরা। তবে পুলিশ পরে তাদের ছেড়ে দিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়