ডায়েট ভুলে জমিয়ে খান নুসরাত

আগের সংবাদ

অভিযানে কোণঠাসা কেএনএফ

পরের সংবাদ

সিপিবি সভাপতি শাহআলম : দুঃশাসনের অবসানে সিপিবির লড়াই চলবে

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহআলম বলেছেন, একদলীয়, এক ব্যক্তির নির্বাচনের পর দেশের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দেশের মানুষ এক দুর্বিষহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, লুটপাট, সিন্ডিকেটবাজিতে মানুষ আজ দিশেহারা। সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া কিছু লুটেরা ছাড়া দেশের ৯৫ ভাগ মানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য, চলমান দুঃশাসনের অবসানের জন্য, ভোট ও ভাতের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য সিপিবি লড়াই করছে। এ লড়াই চলবে। এ লড়াইয়ের মধ্য দিয়ে জনগণের রাজনীতি গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি হলে সিপিবির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহআলম এসব কথা বলেন। সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। শাহআলম আরও বলেন, এ লড়াই এক লুটেরাকে হটিয়ে আরেক লুটেরাকে ক্ষমতায় বসানোর লড়াই নয়। এ লড়াই জোট-মহাজোটের বাইরে বাম বিকল্প শক্তি গড়ে তোলার লড়াই। আওয়ামী লীগ-বিএনপির ক্ষমতার পালাবদল আমরা অনেকদিন দেখেছি। এদের মধ্যে নীতির কোনো ফারাক নেই। এদের হাতে জনগণের মুক্তি নেই। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, গণআন্দোলন গড়ে তুলি, গণপ্রতিরোধ গড়ে তুলি। সিপিবির নেতৃত্বে জনগণের পক্ষের রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।
চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে সভায় সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পরেশ কর।
বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা কমিটির পক্ষে কানাই দাশ, নুরুসছাফা ভূঁইয়া, সাজিদুল ইসলাম, ইমাম হোসেন স্বপন, আবু তাহের ভূঁইয়া এবং আমির হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়