ডায়েট ভুলে জমিয়ে খান নুসরাত

আগের সংবাদ

অভিযানে কোণঠাসা কেএনএফ

পরের সংবাদ

সভাপতি-সম্পাদকের বিবৃতি : রাম-সীতা মন্দির নির্মাণের বিপক্ষে নয় স্রাইন কমিটি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : আদিনাথ ধাম তীর্থে রাম-সীতা মন্দির নির্মাণের বিপক্ষে নয় সীতাকুণ্ড স্রাইন কমিটি। তবে তীর্থধামে মন্দির নির্মাণ হবে স্রাইন কমিটির তত্ত্বাবধানেই। স্রাইন কমিটির কোনোরূপ অনুমোদন না নিয়ে কিংবা বর্তমান কমিটির সঙ্গে সমন্বয় না করেই একটি মহল স্রাইন কমিটির অধীন কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ ধামের মৈনাক পর্বতে পাহাড় কাটা শুরু করলে প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। কিন্তু মহলটি আসল সত্য হাজির না করে সনাতনী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে উত্তেজনা সৃষ্টি করে। আদিনাথে স্রাইন কমিটির সহসম্পাদক প্রনব কুমার দে ও হিসাব রক্ষণ কর্মকর্তা লক্ষীচরণ দে’কে নিয়ে চালায় অপপ্রচার। তাকে হত্যার হুমকিও দেয়া হয়। পাহাড় ধ্বংসকারীরা দাবি করে রাম-সীতা মন্দির নির্মাণের জন্য পাহাড় কাটা হচ্ছিল। গত শুক্রবার সীতাকুণ্ড স্রাইন কমিটির সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও স্রাইন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি সীতাকুণ্ড স্রাইন কমিটির আওতাধীন কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ মহাতীর্থের মৈনাক পর্বতে একটি মহল আকস্মিক ও বেআইনিভাবে পাহাড় কাটা শুরু করলে, প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। এরপর ওই মহলটি প্রচার করে যে রাম-সীতা মন্দিরের নির্মাণকাজ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। প্রকৃত ঘটনা হলো সীতাকুণ্ড স্রাইন কমিটির আওতাধীন আদিনাথ ধামে রাম-সীতা মন্দির স্থাপনের বিষয়ে কমিটির বর্তমান নেতারা কোনো মহলকে অনুমতি দেয়নি। আগের কমিটিও রাম মন্দিরের কোনো অনুমোদন দেয়নি। তাই এ ব্যাপারে যেসব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা মোটেই কাম্য হতে পারে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়