ডায়েট ভুলে জমিয়ে খান নুসরাত

আগের সংবাদ

অভিযানে কোণঠাসা কেএনএফ

পরের সংবাদ

বগুড়া : বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সদরে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন মারা গেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হন। দুপুর আড়াইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। তারা হলেন- সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম (৫৫), আব্দুল হান্নান (৪৪) ও চেইন মাস্টার আলমগীর হোসেন (৪২)। অজ্ঞাত এক ব্যক্তি বাসের যাত্রী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। তিনি জানান, সকালে প্রাইভেটকারটি নওগাঁর দিকে যাচ্ছিল। এরুলিয়ায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। পরে গাড়ি কেটে দুটি মরদেহ বের করে আনা হয়। হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা গেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়