ডায়েট ভুলে জমিয়ে খান নুসরাত

আগের সংবাদ

অভিযানে কোণঠাসা কেএনএফ

পরের সংবাদ

চসিক মেয়র : দেশ এগিয়ে নিতে সাম্প্রদায়িকতা রুখতে হবে

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল অর্থনীতি নির্মাণে সা¤প্রদায়িকতা রুখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল শনিবার নগরীর কাট্টলী এলাকায় রাণী রাসমনি বারুণী স্নানঘাটে মহাতীর্থ বারুণী স্নান উৎসব ও মেলায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মেয়র।
মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল অর্থনীতি নির্মাণে সা¤প্রদায়িকতা রুখতে হবে, গড়তে হবে স্মার্ট বাংলাদেশ। আমাদের সবাইকে মিলে এই অসুর শক্তিকে দমন করে অসা¤প্রদায়িক বাংলাদেশ রক্ষার সংগ্রামে শামিল হতে হবে। উৎসবে আরো উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহামুদ, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, বাবু অলক নাথ চৌধুরী, নেছার আহমেদ, সুকান্ত ধর, সদানন্দ ভট্টাচার্য, বাবুল কান্তি নাথ, অলোক কুমার দাশ, দেবাশীষ চৌধুরী পিকলু, অজিত নাথ, টিটু কান্তি চৌধুরী, বাবলু দেবনাথ, জুয়েল নাথ, সমর কান্তি দাশ, প্রীতম মজুমদার, সুজনসর্ববিদ্যা, নান্টু দেবনাথ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়