ডায়েট ভুলে জমিয়ে খান নুসরাত

আগের সংবাদ

অভিযানে কোণঠাসা কেএনএফ

পরের সংবাদ

কোস্ট গার্ডের অভিযান : হরিণের মাংস মাথা ও পাসহ ৩ শিকারি আটক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও পাসহ ৩ জন শিকারি আটক হয়েছেন। গতকাল শনিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা ও আউটপোস্ট নলিয়ান খুলনা জেলার দাকোপ থানার শিবসা নদীর মারগীর বাওনসংলগ্ন সুন্দরবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে প্রায় ৬০ কেজি হরিণের মাংস, ৩টি মাথা, ৮টি পা, ৩টি মোবাইল ফোন ও ১টি কাঠের নৌকাসহ ৩ জন শিকারিকে আটক করা হয়।
তিনি আরো বলেন, পরবর্তীতে আটক হরিণ শিকারি ও উদ্ধারকৃত হরিণের মাংসসহ সব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্থান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়