ডায়েট ভুলে জমিয়ে খান নুসরাত

আগের সংবাদ

অভিযানে কোণঠাসা কেএনএফ

পরের সংবাদ

অদৃশ্য

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

অদল বদল করার কথা, তাও হলো না
দীর্ঘ সময় কেটে গেল আপন মনে
আমার ঘরে স্তূপ হয়েছে জমে জমে
হয়তো তোমার ঘরেও এমন দৃশ্য আছে
কিন্তু অদল বদল করা হলো না তো!

হিসাব কষে অনেক কিছুই যায় না করা
তৈরি করা প্ল্যানগুলি যায় মাঠে মারা
কার হাতে সব কে যে নিয়ে খেলা করে
তুমি আমি কেমনে দেখি সেই বাজিকর?
অষ্ট প্রহর খেলাচ্ছে যে সুতোর টানে!

যতই ভাবি উল্টে দিবো পাল্টে দিবো
সময় মতো সব কিছু যে স্থবির হবেই
ভবিতব্য এটাই যেন, পৌঁছোনো তো
যায় না সেই হাতের কাছে, অদৃশ্য এক

সুতোর খেলা অনুভবেই যায় যে পাওয়া।
স্তূপ পড়ে থাক স্তূপের মতো, করার কী আর
আছে বলো, সময় হলেই উল্টে যাবে-
অদল হবে বদল হবে এ হাত থেকে
ও হাত হয়ে নিজের স্থানে নিজেই যাবে
আমরা শুধু দেখেই যাবো সুতোর খেলা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়