সায়মা ওয়াজেদের কারণে অটিজম নিয়ে সচেতনতা বেড়েছে : বাহাউদ্দিন নাছিম

আগের সংবাদ

পাহাড় জনপদে আতঙ্কের ঢেউ

পরের সংবাদ

নাজিরপুরে রূপালী ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বরিশালের মুলাদীতে স্মার্ট ব্যাংকিং সুবিধা নিয়ে মুলাদী বন্দর শাখার আওতাধীন রূপালী ব্যাংক পিএলসি ২৬তম নাজিরপুর উপশাখা চালু করেছে। গতকাল বুধবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এ শাখার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি তথা নাজিরপুর ইউনিয়নসহ ওই এলাকার কৃষি অর্থনীতিতে দৃঢ়তার সঙ্গে অবদান রাখবে। অনুষ্ঠানে অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও হাসান তানভীর। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। এ সময় অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) মো. ইমদাদুল হক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মোফাখখর হোসেন, ব্যাংকের ডিজিএম মো. আমিনুল ইসলাম, শিল্পপতি মো. ফজলুল হক (সায়েদ) প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়