গয়েশ্বর চন্দ্র রায় : ভারতের সবচেয়ে নিম্নমানের প্রোডাক্ট আওয়ামী লীগ

আগের সংবাদ

বহুমাত্রিক কৌশল আ.লীগের

পরের সংবাদ

রাত্রি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

এমন দীর্ঘ রাত কখনোই দেখা হয়নি
এই এক জীবনে
ডার্ক চকোলেট কালারের এক অশনি রাত্রি!
যার সুবেহ-সাদিক আসে না
আমি সূর্যের উদয় দেখি না
দেখি না সূর্যাস্ত।
শীতার্ত রুক্ষ শরীরে
সকালের নরম রোদ্দুর মাখি না
দেখি না গোধূলির লালিমা
বুঝতেও পারি না দিবারাত্রির ফারাক।
কনকনে ঠাণ্ডায় হিম হওয়ায় স্তব্ধ হয়ে
শুধুই কুঁকড়ে থাকি,
শীতের গন্ধ মেশা বাতাস শুঁকে
মহারাত্রির গাঢ় আঁধারেই বসে থাকি।
আমার সবুজ দেখা হয় না
ছোঁয়া হয় না ঘাসের ডগার উপরে
চকচকে হীরের মতো স্বচ্ছ শিশিরবিন্দু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়