মার্চের স্মৃতি

আগের সংবাদ

দুর্ঘটনারোধে নেই কার্যকর ব্যবস্থা : এসি রুমে বসে দুর্ঘটনা দেখেন কর্মকর্তারা > আলোর মুখ দেখে না তদন্ত প্রতিবেদন

পরের সংবাদ

বিশ্ববাজারে দাম বেড়েছে জ্বালানি তেলের

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ¦ালানি তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্ব^ব্যাপী সরবরাহ চেইনে উদ্বেগ বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে জ¦ালানি তেলের বাজারে।
সম্প্রতি আইসিই ফিউচার্স ইউরোপে অপরিশোধিত জ¦ালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৩৯ সেন্ট বা দশমিক শূন্য ৫ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি কেনাবেচা হয়েছে ৮৫ ডলার ৮২ সেন্টে।
অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪০ সেন্ট বা দশমিক শূন্য ৫ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেল কেনাবেচা হয়েছে ৮১ ডলার শূন্য ৩ সেন্টে।
উভয় বাজার আদর্শ আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ১ শতাংশ কমেছিল। ডলার শক্তিশালী হয়ে ওঠায় চাহিদা কমেছিল অপরিশোধিত জ¦ালানি তেলের। ফলে নিম্নমুখী প্রভাব পড়েছিল বৈশ্বিক দামে।
নিসান সিকিউরিটিজের একটি ইউনিট এনএস ট্রেডিংয়ের সভাপতি হিরোইউকি কিকুকাওয়া বলেছেন, ?মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আশা ক্ষীণ হওয়ার পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের জ¦ালানি স্থাপনায় হামলা বাড়ার ফলে ভূরাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এতে বিশ্বব্যাপী জ¦ালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ৫৭টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মস্কো।

এর আগে রাশিয়ার জ¦ালানি অবকাঠামোয় হামলা চালায় ইউক্রেন। ওই হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে মস্কো। চলতি মাসে কিয়েভের অন্তত সাতটি জ¦ালানি তেল শোধনাগারে ড্রোন হামলা চালায় পুতিন বাহিনী।
আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এএনজেড রিসার্চের বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার জ¦ালানি তেল শোধনাগারগুলোয় বাধার বিষয়টি আন্তর্জাতিক বাজারের ওপর চাপ বাড়িয়েছে। ফলে অপরিশোধিত জ¦ালানি তেলের কার্গোর চাহিদা বেড়েছে। কিয়েভের হামলার কারণে রাশিয়ার মোট জ¦ালানি তেল প্রক্রিয়াকরণ ক্ষমতার প্রায় ১২ শতাংশ প্রভাবিত হয়েছে।
বিশ্ববাজারে অপরিশোধিত জ¦ালানি তেলের সরবরাহ নিয়ে ঝুঁকির মধ্যে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) পর্যন্ত উত্তোলন কমানোর নীতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস। বছরের শেষ প্রান্তিক নাগাদ জোটটি উত্তোলন কমাতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এছাড়া লোহিত সাগর দিয়ে জ¦ালানিটির বাণিজ্যপ্রবাহ লম্বা সময় ধরেই ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে বছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে সংকোচনের মধ্য দিয়ে যাবে পণ্যটির আন্তর্জাতিক বাজার। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে আইএনজি গেøাবাল মার্কেট রিসার্চ।
আইএনজি গেøাবালের পূর্বাভাস অনুযায়ী, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ¦ালানি তেলের গড় দাম ব্যারেলপ্রতি ৮০ থেকে বেড়ে ৮৭ ডলারে উন্নীত হতে পারে। তৃতীয় প্রান্তিকে ৮২ থেকে বেড়ে পৌঁছতে পারে ৮৮ ডলারে। আরো অনেক বিশ্লেষক প্রতিষ্ঠান কাছাকাছি পর্যবেক্ষণ দিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়