ঢাবি ছাত্র রহিম হত্যা মামলা : চব্বিশ বছর পর সাত জনের যাবজ্জীবন

আগের সংবাদ

ঈদযাত্রায় এবার স্বস্তির আশা

পরের সংবাদ

বাবা তোমাকে খুুঁজি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

নীলিমা রৌদ্দুর গগণে-
মাতাল ডানায় উড়ে চলে- শঙ্খ শালিকের দল,
আমি ক্ষুধার্ত- বাবা, এই তৃষ্ণা মিটাতে পারে না কোন জল।
বিভোর দৃষ্টিতে গগনের দিকে চেয়ে থাকি
অবুঝ কণ্ঠে জিজ্ঞেস করি- তোমাদের মাঝে আমার বাবা আছে?
নির্বোধ পাখিরা পরক্ষণে ¤øান যায়
-নিরাশ হয়ে ফিরে আসি আমি আমার মাঝে।
মকমল ঘাস, শিশিরে ভেজা মেটো পথ, আমি ভেবেছি-
ও পথে হবে বাবা তোমার পায়ের পাতা ¤øান,
অসংখ্যক শিশুর পায়ের পাতা, এই আসে এই যায়-
ক্ষণে ক্ষণে দেখি, পরক্ষণে হয় সমানে সমান।
আমি শিশুদের জিজ্ঞেস করি- আমার বাবাকে দেখেছ?
-যাকে আমি অবিরাম খোঁজ করি,
ওদের কণ্ঠে বাঝে- পাঠের পাতায় পাতায় দেখি
-কখনও কখনও তাহার আত্মায় ধরি।
নদীর বাঁকে ছুটেছি- যদি ওখানে খুঁজে পাই!
মুক্তার খোঁজে মাতোয়ারা মাতাল
দেশ-মাটি, গ্রাম সবি আছে- শুধু বাবা নাই।
কাঁশবন, উলুবন, শস্যশ্যামল এই মাটির ভূমিতে
পাগল ভেসে হাত রাখি শুধু তোমার আশায়,
আশা-হতাশায় দিন যায়, রাত যায়-
-নিরাশার রশ্মি ভেলায় আমাকে অকুলে ভাষায়।
তবুও, আমার বিশ্বাস- তুমি আসবেই আসবে
আমার অপেক্ষা শুধু- আমাকে ডাকবেই ডাকবে।
উষার দুয়ারে মাতাল আমি- ঐশ্বর্য বিলাসে নির্বোধ মনে
শুধু হাত রাখি- ধরি দুর দ্রাঘিমায় রবি,
মাতোয়ারা মন- সূর্য অস্তেও তোমার খোঁজ নাহি মিলে
স্মৃতিতে রয়েছে শুধু তোমার মলাট বাঁধা ছবি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়