সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আগের সংবাদ

অর্থপাচার বাড়ছে যে কারণে

পরের সংবাদ

বাংলাদেশে নোলানের দুই সিনেমা

প্রকাশিত: মার্চ ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : নির্মাণ ক্যারিয়ারে একটা পাওয়াই হয়তো অপূর্ণ ছিল। কিছুদিন আগে সেটাও পেয়েছেন নির্মাতা ক্রিস্টোফার নোলান। জিতে নিয়েছেন অস্কার। তাও আবার একসঙ্গে দুটি। ‘ওপেনহাইমার’ বানিয়ে সেরা নির্মাতা ও সেরা সিনেমার পুরস্কার নিজের করে নিয়েছেন। নোলান যেকটি ছবি নির্মাণ করেছেন, সবগুলোই পেয়েছে দর্শক-সমালোচকের অসামান্য ভালোবাসা। তবে তার এক ডজন নির্মাণের মধ্যে যদি স্রেফ দুটি ছবি বেছে নিতে বলা হয়, তাহলে অধিকাংশ দর্শক হয়তো ‘দ্য ডার্ক নাইট’ (২০০৮) ও ‘ইন্টারস্টেলার’র (২০১৪) নাম বলবেন। হ্যাঁ, কল্পবিজ্ঞান ধারার ছবিগুলো রীতিমতো কালজয়ী হয়ে গেছে। আর এই নন্দিত ছবি দুটিই ফের আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। আগামী এপ্রিলে মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের হলগুলোতে ছবি দুটি মুক্তি দেয়া হবে। তবে নির্দিষ্ট তারিখ জানায়নি সিনেপ্লেক্স। কারণ ছবিগুলোর সেন্সরসহ কিছু প্রক্রিয়া বাকি আছে এখনো। উল্লেখ্য, বিলিয়ন ডলারের বেশি আয় করা সিনেমা ‘দ্য ডার্ক নাইট’। ব্যাটম্যান সিরিজের সফলতম ছবি এটি। ‘ইন্টারস্টেলার’কে বলা হয় মহাকাশ বিষয়ে অন্যতম সেরা সিনেমা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়