নিম্ন আয়ের মানুষের সঙ্গে ইফতার মেয়র আতিকের

আগের সংবাদ

বঙ্গবন্ধুর স্বপ্নের পথেই বাংলাদেশ

পরের সংবাদ

বেতারের নাটকে আসাদুজ্জামান নূর

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

জীবন্ত কিংবদন্তি শিল্পী আসাদুজ্জামান নূর। যিনি আবার স্বাধীন বাংলা বেতারেরও শিল্পী। বাংলাদেশর মঞ্চ নাটক, সিনেমা, টিভি নাটক ও বেতারে নিয়মিত পদচারণা তার। তবে নাটক-সিনেমায় সচারচর দেখা না গেলেও গল্প ভালো লাগলে তিনি তার ব্যস্ত সময় থেকেই সিডিউল বের করে সময় দিয়ে থাকেন। বাংলাদেশ বেতারের প্রতি আসাদুজ্জামান নূরের রয়েছে এক অন্যরকম ভালোলাগা। যে কারণে তিনি তার ব্যস্ত সিডিউল থেকে সময় বের করে বেতারের ‘জনস্বাস্থ্য স্বাস্থ্য পুষ্টি সেল’ বিভাগে প্রচারের জন্য তারিক মনজুর রচিত ও সৈয়দা ফেরদৌসী যাত্রী প্রযোজিত ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘জীবন জয়ের গল্প’ নাটকের জন্য যুক্ত হয়েছেন। নাটকে তিনি একটি পত্রিকার সম্পাদকের ভূমিকায় অভিনয় করেছেন। জানা যায়, গ্রামের চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। তার জমিতে চাষ করে একটি পিতলের কলসি পায় কৃষক আজাদ আবুল কালাম। গ্রামে খবর রটে যায় যে, এই কলসিতে মোহর আছে। তারই খবর জানতে পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান নূর সাংবাদিক তানিয়াকে অ্যাসাইনমেন্ট দেন। পরবর্তীতে জানা গেল যে কলসিতে মোহর নেই, আছে শুধু মাটি। এখান থেকেই শিক্ষা লাভ করা যেতে পারে যে লোভ করা যাবে না।

: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়