নিম্ন আয়ের মানুষের সঙ্গে ইফতার মেয়র আতিকের

আগের সংবাদ

বঙ্গবন্ধুর স্বপ্নের পথেই বাংলাদেশ

পরের সংবাদ

অতিথি শিক্ষক সুমি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

দেশের অন্যতম শ্রোতাপ্রিয় ব্যান্ড সংগীতদল ‘চিরকুট’। দলটির প্রধান ও ভোকাল শারমিন সুলতানা সুমি। জাদুর শহরে গানের মাধ্যমে সবসময়ে তাক লাগিয়ে দেন সুমি। চট্টগ্রামে অনুষ্ঠিত জয় বাংলা কনসার্টে তার প্রমাণ রেখেছেন এ গায়িকা। ‘জাদুর শহর ঢাকারে’ বদলে গান হয়ে ওঠে ‘জাদুর শহর চাঁটগারে…’। এবার এক ভিন্ন অর্জন তার। সুমি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার স্কুল অব মিউজিক ডিপার্টমেন্টের একটি ক্লাসে অতিথি প্রভাষক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। খবরটি সামাজিকমাধ্যমে জানিয়েছেন তিনি নিজেই। সুমি বলেন, ২০২৩ সালের নভেম্বরে নরওয়ের একটি বিশ্ববিদ্যালয়ে কি-নোট স্পিকার হিসেবে আমন্ত্রিত হয়েছিলাম। একটি সেশনে কি-নোট স্পিকার ও তিনটি সেশনে উইমেন অ্যান্ড মিউজিক, মিউজিক অ্যান্ড ক্লাইমেট এবং মিউজিক বিজনেস নিয়েও ক্লাস নিয়েছিলাম। অন্য রকম এক অভিজ্ঞতা হয়েছিল। যোগ করে সুমি বলেন, এর আগে আমি ২০১৭ সালে বেঙ্গালুরুতে মিউজিক এডুকেশন নিয়ে একটা গেøাবাল কনফারেন্সে অংশ নেই। সেখানে অধ্যাপক কাঘোন্দি এসেছিলেন। আমার বক্তব্য শুনে মুগ্ধ হন। তিনিই এখন যুক্তরাষ্ট্রের ওই ভার্সিটিতে আছেন। প্রস্তাবটা তার কাছেই পেয়েছি। আমি যুক্তরাষ্ট্রে যেতে পারছি না বলে অনলাইনে ক্লাস নেয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি। ২২ মার্চ আমি প্রথমবার ক্লাস নেব। সুমি আরো বলেন, আমি অধ্যাপক কাঘোন্দির কাছে কৃতজ্ঞ। তিনি আমার ওপর বিশ্বাস রেখেছেন। আশা করছি দারুণ একটা অভিজ্ঞতা অর্জন করতে পারব। বিশ্বের কাছে বাংলা গানের ব্যাপকতা তুলে ধরতে সব সময়ই চেষ্টা করি। এবারো এর ব্যতিক্রম হবে না।

: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়