মির্জা আব্বাস : আন্দোলন চলবে সরকারের পতন না হওয়া পর্যন্ত

আগের সংবাদ

রমজানে ভোগাবে তিন সমস্যা

পরের সংবাদ

ভালোবাসি আজো

প্রকাশিত: মার্চ ১১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

অপেক্ষার প্রহর কতো বড়
তুমি কী করে বুঝবে?
রাতের নীরবতা দেখেছো কি কখনো?
শুনেছো কি রাতের কান্না?
রাতের দীর্ঘ পথ পাড়ি দিয়ে কখনো
গিয়েছো কি প্রিয়ার বাড়ি?
দিনের পর দিন দাঁড়িয়ে ছিলে কি
আমাকে দেখার আশায়-
না পাওয়ার বেদনায় দুমড়ে-মুচড়ে
ধূসর হয়েছো কি কখনো?

দীর্ঘ তৃষ্ণা ভুলে-
জেনেছো কি বিদীর্ণ হওয়া কাকে বলে?
রাতের গভীরতায় কতো কান্না চাপা পড়ে;
বাতাসে বাতাসে ভেসে
ভোরের আলো আসে
ভেবেছো কি কখনো?

অপেক্ষার প্রহর সে যে কতো বড়
আমি জানি-
আমাকে তুমি কী বুঝাবে?
অন্তর্দহনে পুড়তে পুড়তে
জীবন কীভাবে শেষ হয়
আমি বুঝেছি-
তবুও বলি; আজো ভালোবাসি!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়