বিআরটিএ চেয়ারম্যান : টিআইবির প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত

আগের সংবাদ

মুনাফার টার্গেট ইফতার পণ্য

পরের সংবাদ

এপিটাফের কবিতা

প্রকাশিত: মার্চ ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কৃষ্ণচূড়ার ছায়ায় এপিটাফে আমার নাম নয়
কবিতা লিখে রেখো,
লিখে রেখো সমুদ্র রেখায় লাল দুঃখ কবিতাটি।
যেখানে ক্ষুধার জ্বালায় প্রেম আসেনি,
কিংবা এসেও ফিরে গেছে।
ফটকে আমার একজোড়া জুতো রেখো দীর্ঘ পথচলার চিহ্ন স্বরূপ,
ক্লান্ত পথিকের বসার জন্য একটি চেয়ার পেতে রেখো, হতে পারে সে একজন সম্মানিত কবি।
শহর ছেড়ে ব্যর্থ প্রেমিকের আগমনে আমার প্রার্থনা পঙ্ক্তিটি পঠনের ব্যবস্থায় রেখো,
যদি কোনো শব্দসূত্র কবিকে আবিষ্কারের অনুপ্রেরণা খুঁজে পায় তবে শহরে নতুন ফসল জন্ম নেবে।
যেন আমার কবি বন্ধুরা বৃক্ষতলে কোমল পানীয়
খেতে খেতে মৃত্যুকে উপভোগ করতে পারে রাজহংসের মতো।
বোধহীন রাজমৃত্যু এপিটাফের
অধিকার দেয় না,
চাই মেঘের মতন উড়ে চলা, চাই অভিমান,
চাই অশ্রæজলে সিক্ত মৃত্যু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়