বিআরটিএ চেয়ারম্যান : টিআইবির প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত

আগের সংবাদ

মুনাফার টার্গেট ইফতার পণ্য

পরের সংবাদ

একজন কবি ও তার অমর কবিতা (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে)

প্রকাশিত: মার্চ ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

তুমি এক ক্ষণজন্মা অবাক জাদুকর!
মৃত্যুর অক্ষরে লিখে গেছো তুমি
অমরত্বের গান।

৭ মার্চের এক উৎকণ্ঠিত সন্ধ্যায়
তোমার বজ্রকণ্ঠে সম্মোহিত হয়েছিলো
এই বাংলার সাড়ে সাত কোটি জনতা
তোমার স্বপ্ন হয়ে উঠেছিলো
তাদের সকলের নিজস্ব স্বপ্ন;
পাকিস্তান থেকে বাংলাদেশের স্বপ্ন;
তোমার মোহন জাদুর তীব্র সম্মোহনে
অকাতরে আত্মাহুতি দিয়েছে লক্ষ লক্ষ টগবগে তরুণ
বাসর রাতে নববধূর চিরকাক্সিক্ষত চুম্বনকে পেছনে ফেলে
পাকিস্তানি পশু হত্যা করেছে একেকজন যুবক!

আর এভাবেই একদিন অবশেষে
এই বাংলার স্বাধীনতার কবিতা লিখেছো তুমি।

তবু পঁচাত্তরের এক জলপাই রঙের ভোরে
কুলাঙ্গারেরা বুলেটে বুলেটে ঝাঁঝরা করেছে
বাংলার বিশাল হৃদয়;
আর ইতিহাস রচনা করেছে এক মর্মান্তিক কবিতা;
সেই কবিতা আজ বাংলার কৃষ্ণ ইতিহাস!

প্রিয় কবি,
যতোবার এই স্বাধীন দেশের কুলাঙ্গার সন্তানেরা
মুছে ফেলতে চেয়েছে
তোমার সূর্যের মতো উজ্জ্বল আর বজ্রনিনাদ নাম
ততোবার তুমি ফিনিক্স পাখির মতো
ভস্ম থেকে প্রাণ নিয়ে জেগে উঠেছো!

মৃত্যু তোমাকে অমর করেছে কবি!
অমর করেছে তোমার উচ্চকিত তর্জনী
অমর করেছে তোমার অপূর্ব বজ্রকণ্ঠ
অমর করেছে উনিশ শো একাত্তর
অমর করেছে ৭ মার্চ
অমর করেছে সোহরাওয়ার্দী উদ্যান
অমর করেছে ১৬ ডিসেম্বর
অমর করেছে লাখো শহীদ আর বীরাঙ্গনার নাম
এই পৃথিবীর ইতিহাসে।

তোমার অমরত্ব সীমাবদ্ধ নয়
আজকের সতেরো কোটির দেশে
তোমার অমরত্বের আলো
জোছনার মতো প্লাবিত হয়ে গিয়েছে
সারা বিশ্বের অন্তরীক্ষে
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে
যেভাবে তোমার স্বাধীনতার কবিতা
ছড়িয়ে পড়েছিলো এশিয়া থেকে ইউরোপে
আর ইউরোপ থেকে সুদূর আমেরিকায়
সারা বিশ্বের মানুষের কণ্ঠে কণ্ঠে
অপার ভালোবাসায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়