মহিলা ও শিশু প্রতিমন্ত্রী : অর্ধেকের বেশি নারীরই হয় বাল্যবিয়ে

আগের সংবাদ

একগুচ্ছ নির্দেশনা নিয়ে ফিরলেন ডিসিরা : হয়রানিমুক্ত মাঠ প্রশাসনের বার্তা

পরের সংবাদ

মাঝি আমি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

আমার ভীষণ ইচ্ছে করে হতে নায়ের মাঝি
মনে মনে বৈঠা হাতে গামছা মাথায় সাজি।
এ পার থেকে ও পার যাব করব নাকো হেলা
নদীজুড়ে থাকব আমি সন্ধ্যা-সকালবেলা।

স্বপ্নে দেখি বৈঠা আমার ঢেউয়ের দিকে বায়
জলের ফোঁটায় মনটা আমার খুশিতে গান গায়।
কংস নদীর দু’ধারজুড়ে মাছরাঙাদের খেলা
নাওয়ের বুকে বাঁধব বাসা সন্ধ্যা-সকালবেলা।

বর্ষাকালে আকাশজুড়ে বিষ্টি ঝুমুর ঝুম
অঝোর ধারায় জলের ধারা উধাও চোখের ঘুম।
নদীর বুকে আপনি ভাসে কলাগাছের ভেলা
নাও ভাসাতে ছুটব আমি সন্ধ্যা-সকালবেলা।

শান্ত ঢেউয়ের কংস নদীর আঁকাবাঁকা পথ
নদীতীরে মেলা বসে বেশ দেখা যায় রথ।
আমার নায়ে চড়ে মানুষ দেখবে রথের মেলা
মাঝি হয়েই থাকব আমি সন্ধ্যা-সকালবেলা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়