বেড়ানোর বাহানায় ইয়াবা পাচার, গ্রেপ্তার দুই

আগের সংবাদ

মহাসড়ক যেন মরণফাঁদ

পরের সংবাদ

বৈশাখে রং লাগে

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বৈশাখী রং লাগে সকলের মনে
যায় সাড়া পড়ে যায় আজ বনে বনে
আকাশে বাতাসে বাজে বৈশাখী সুর
বৈশাখ এলো কাছে নয় বহুদূর।
ঢাক-ঢোল বাজিয়ে বরণ ডালায়
বৈশাখ সাজে আজ ফুলের থালায়।
লাল সাদা জামা পরে সাজে ছোট খুকি
খোকাটারও মনে রং করে আঁকিবুঁকি।
মামা বাড়ি যাবে, খাবে চিড়া নাড়– দই
তার সাথে আরো খাবে জিলাপি ও খই।
মা ও মাসিরা রাঁধে পাচনের সবজি
বৈশাখে বাবা খাবে ডুবিয়েতো কব্জি।
ঠাকুমা দিদিমা খাবে ইলিশের ভাজা
তার সাথে ভর্তা ও ছোট মাছ তাজা।
হাত পাখা খেলনা ও মাটির হাঁড়ি
কিনে নিয়ে যাব আজ পিসির বাড়ি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়