ঢাকা আইনজীবী সমিতি : সভাপতি-সম্পাদকসহ আওয়ামীপন্থিদের ২১ পদে জয়

আগের সংবাদ

অনুমোদনহীন রেস্তোরাঁই বেশি : ঢাকায় রেস্টুরেন্ট ২৫ হাজারের বেশি, ট্রেড লাইসেন্স মাত্র ২৮শর

পরের সংবাদ

গহিনের গল্পঝুড়ি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

আকাশ দেখি, চন্দ্র দেখি গুনতে থাকি তারা,
ঠিক যেন এক কল্প-নিবাস আমি পাগলপারা।
নিঝুম রাতে ঝিঁঝিঁ ডাকে ঝোপঝাড়ের ওই নীড়ে,
কথালয়ের উর্মি দোলে মন-তটিনীর তীরে।
কথায় কথায় গল্প-কুঁড়ির সুবাসিত আভা,
প্রফুল্লতায় দোলে নিশি; দারুণ মনোলোভা!
আমি চুপিচুপি,
আবেগে যাই ডুবি।
আনমনে হই মস্ত কবি!
ছন্দ কাব্যের রং মিশেলে
আঁকি নানান ছবি।
রাত্রি গহিন; চাঁদটা ঢলে, কমে নাতো কথা,
নির্জনতার মিহি সুরটা বাড়ায় আকুলতা।
ঢুলুঢুলু চোখ দুটোতে নামে ঘুমের বাঁধ,
ঘুমপরীরা গান শুনিয়ে কাত করে দেয় কাঁধ।
চেয়ার টেবিল আলতো করে দেয় কপালে চুম,
গল্প-কাব্য, কলম-খাতা, সব ফেলে দিই ঘুম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়