রাজধানীতে বাইক দুর্ঘটনায় নিহত ৩

আগের সংবাদ

‘কোটা’ নিয়ে কূটকৌশল

পরের সংবাদ

চীনা পর্যটকের সংখ্যা কমছে অস্ট্রেলিয়ায়

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

ভিসামুক্ত দেশগুলোর প্রতি মিতব্যয়ী চীনা পর্যটকদের আগ্রহ বেড়েছে। সেই সঙ্গে থাইল্যান্ড ও সিঙ্গাপুরের ভিসামুক্ত নীতিগুলো বেশ আকর্ষণীয় হওয়ায় সংকুচিত হয়ে আসছে অস্ট্রেলিয়ায় চীনা পর্যটকের সংখ্যা। মূলত অস্ট্রেলিয়ার ভিসাসংক্রান্ত খরচ ও জটিলতার কারণে দেশটিতে চীনা পর্যটকদের সংখ্যা কমে আসছে। ইনবাউন্ড ট্যুর অপারেটরদের প্রকাশিত তথ্যানুসারে, কভিড-পূর্ববর্তী সময়ে চীনা পর্যটকদের প্রায় ২৬ শতাংশ অস্ট্রেলিয়ায় ঘুরতে যেত। অস্ট্রেলিয়ায় বর্তমান চীনা পর্যটন আয় ২০১৯ সালের তুলনায় ৫০ শতাংশ কমে গেছে।
ট্যুর অপারেটর ও ইন্ডাস্ট্রির তথ্য অনুসারে, মিতব্যয়ী চীনা নাগরিকরা তুলনামূলক কম খরচে ঘুরে বেড়ানোর জন্য ভিসামুক্ত দেশগুলোর দিকে ঝুঁকছে। এমনকি খরচ বাঁচাতে চীনের মধ্যেই বাড়ির পাশের পর্যটন কেন্দ্রে যেতে আগ্রহ দেখাচ্ছে বেশি। উল্লেখ্য, এর আগে খবরে বলা হয়েছে, ২০২৪ সালে প্রায় ২ লাখ ৫৫ হাজার চীনা পর্যটক আগমনের প্রত্যাশা করছে আরেক পর্যটন নির্ভর দেশ ইন্দোনেশিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়