১৪ মাস পর ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগের সংবাদ

চলচ্চিত্র উৎসবে বিচারক বাঁধন

পরের সংবাদ

মাতৃভাষা দিবসের নাটক ‘পরান পাখি’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আজ রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘পরান পাখি’। সাধনা আহমেদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন শরিফা আখ্তার রুবী। নাটকটিতে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, ঝুনা চৌধুরী, শিরিন বকুল, রেজমিন সেতু, ইভান, কাব্য, মনি, মেহরীন ও টুটুল চৌধুরী। নাটকে দেখা যাবে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের একদল শিক্ষার্থীর মধ্যে গভীর বন্ধুত্ব। তারা পথশিশুদের জন্য ‘পরান পাখি’ নামের একটি স্কুল খুলেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারা সবাই মিলে দেয়ালে দেয়ালে ছবি আঁকে, গান গায় এবং নানা খুনসুটি করে। শত বছরের পুরনো সাজে সজ্জিত কাঁধে একটি ঝোলা ব্যাগ নিয়ে এক রহস্যময় নারী তাদের কাজকর্ম দেখতে থাকেন এবং মাঝেমধ্যে তিনিও দু-একটি কথা বলেন, কিন্তু তাকে কেউ দেখতেও পায় না, শুনতেও পায় না। আকাশ সংস্কৃতির প্রভাবে এই ছেলে-মেয়েদের মুখের ভাষা বিকৃত উচ্চারণে ভরপুর। তাদের মধ্যে আরাফ নামের ছেলেটি সবার মুখের ভাষা সংশোধনের চেষ্টা করে কিন্তু পারে না কারণ এই উচ্চারণকে তারা স্বাভাবিক মনে করে। অন্যদিকে সম্প্রতি বিভা নামের মেয়েটির সঙ্গে ইমতিয়াজ নামের বিদেশে পড়ালেখা করা নিজস্ব সংস্কৃতিচ্যুত এক ছেলের সঙ্গে আংটি বদল হয়েছে। ইমতিয়াজ ভাবে টাকা দিয়ে সমস্ত কিছু কেনা যায় এবং বাংলা ভাষায় পৃথিবীর আর কোথাও কাজ করা যায় না তাই এই ভাষার কোনো মূল্য নেই। এ নিয়ে বিভার সঙ্গে তার প্রবল দ্ব›দ্ব হয় এবং বিভা ভাবতে থাকে এই মানুষের সঙ্গে কেমন করে সে জীবন কাটাবে!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়